Vidyasagar Setu: আংশিকভাবে বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু, ভোগান্তি এড়াতে জানুন বিশদে

।। প্রথম কলকাতা ।।

Vidyasagar Setu: প্রায় দু’ঘণ্টার জন‍্য বিদ‍্যাসাগর সেতু আংশিক বন্ধ থাকবে। জানা গেছে, আগামী ২১ ডিসেম্বর ১.০০ থেকে ৩.০০ পর্যন্ত সেতুতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে থাকবে। কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে , সেতুর সারাইয়ের কাজ চলার জন্যেই যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড়দিনের আগে এমনিতেই রাস্তা ব্যস্ত থাকে কারণ ক্রমাগত বাড়তে থাকে গাড়ির চাপ। সেই কারণে, দুই ঘণ্টার মধ্যেই কাজ মিটিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সেতুকে বলা হয় কলকাতার গেটওয়ে। কলকাতা ও হাওড়ার মধ্যে অন্যতম সংযোগকারী ব্রিজ হিসেবে কাজ করে এই বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতু দিয়ে দৈনিক প্রায় ৭০ হাজার গাড়ি যাতায়াত করে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই রক্ষণাবেক্ষণের কাজ আবশ্যিক।নভেম্বর মাস থেকে সেই কারণে সেতুর সার্বিক কেবিল, বিয়ারিং পরিবর্তন করার জন্য এই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আংশিক ভাবে।

এই মর্মে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে নির্দেশিকাটি পোস্ট করা হয়েছে। পোস্ট দেখে যেটা জানা যাচ্ছে, বিদ্যাসাগর সেতুগামী গাড়ি গুলির যান নিয়ন্ত্রণ করা হবে এজেসি বোস রোড থেকে। সেক্ষেত্রে হেস্টিং ক্রসিংয়ের দিক থেকে গাড়িগুলির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে আসা সমস্ত ধরণের গাড়িগুলোকে পূর্বমুখী করা হবে। জানানো হয়েছে, হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ থেকে বাঁদিকে মোড় ঘুরিয়ে দেওয়া হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version