কলকাতায় নানান মুডে বিদ্যা বালান, ভাসলেন আবেগে

।। প্রথম কলকাতা ।।

এই শহরের সঙ্গে বিদ্যা বালানের সম্পর্ক বহুদিনের। তাঁর যে কোনো ছবির প্রমোশন হতো প্রথম এই শহর থেকেই। পুজোর আগেই বিদ্যা বালান কলকাতায়। রাজ্যবাসীকে জানালেন শারদ উৎসবের শুভেচ্ছা। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়ে গিয়েছে এরই মাঝে শহরে বলিউড অভিনেত্রী আসায় উৎসবের আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের দ্বারোদ্ঘাটন করলেন বিদ্যা বালান। কালীঘাটে পুজো দিতেও দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রীকে। এ শহরে যখনই তিনি পা রেখেছেন একবার না একবার কালীঘাট মন্দির চত্বরে তাঁকে দেখা দিয়েছে। কলকাতা শহর তার অত্যন্ত পরিচিত।

কালীঘাটে মন্দিরে পুজো দেন অভিনেত্রী। আর এই মন্দির চত্বরে কাহিনীর ছবি শুটিং করতে বিদ্যাকে দেখা গিয়েছিল পরমব্রত সঙ্গে। আবার কলকাতার ‘ডিজনিল্যান্ডে’ দ্বার খুলতে পৌঁছে যান শ্রীভূমিতে। উপস্থিত ছিলেন গায়ক নচিকেতাও। ‘সিনেমা’ মুক্তির আগেই যে জমজমাট ‘টিজার’ দেখালেন মূল উদ্যোক্তা সুজিত বসু, তাতেই বোঝা যাচ্ছে এবারেও শ্রীভূমি সুপারহিট। পরনে লাল শাড়ি, খোপায় জড়ানো ফুল। এমন জমকালো সাজে বিদ্যার থেকে চোখ ফেরানো দায়। মুখে হাসি নিয়েই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর দ্বারোদ্ঘাটন করতে দেখা গেল বিদ্যা বালানকে। বিদ্যাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পরছিলেন অনুরাগীরা। বাংলা ভাষায় অনেক কিছু বলেন বিদ্যা।

আবার তিনি কলকাতায় আসবেন এমনটাও জানান। পাশেই হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিলেন দেব। পরনে তাঁর হলুদ পাঞ্জাবি। দেব-বিদ্যা বালানের সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলন করে দ্বারোদ্ঘাটন করতে দেখা গেল মন্ত্রী সুজিত বসুকেও। খুব হাসি খুশি মেজাজে ছিলেন নচিকেতা। বিদ্যা বালানের হাতে তিনি তুলে দেন ফুল। তারপরেই হেসে লুটিয়ে পড়েন বিদ্যা। প্রসঙ্গত, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো নিয়ে প্রতিবারই আলাদা উন্মাদনা লক্ষ্য করা যায় দর্শনার্থীদের মধ্যে। এবারও তার অন্যথা হল না। মহালয়ার দিনেই মণ্ডপ দেখার জন্য দর্শনার্থীদের বিপুল ভিড় দেখা যায়।

দেব, বিদ্যা বালানরা দ্বারোদ্ঘাটনের পর মণ্ডপ খুলে দেওয়া হয় সাধারণের জন্য। যার জেরে লেকটাউন মোড়ে ভিড় উপচে পড়েছিল। যানজটে পড়ে ভিআইপি রোডও। ভীড় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশদের। প্রসঙ্গ এর আগেও তিনি শ্রীভূমির পুজো উদ্বোধন করতে এসেছিলেন, সেবার থিম ছিল দক্ষিণ ভারতের মন্দির।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version