Visva Bharati University: বাসভবনে আটকে উপাচার্য, তৈরি হয়েছে অচলাবস্থা, জানালো বিশ্বভারতী কর্তৃপক্ষ

।। প্রথম কলকাতা ।।

Visva Bharati University: বিগত কিছু দিন ধরে একাধিকবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের জন্য সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে। বর্তমানে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ছাত্র-ছাত্রীদের একাংশ। প্রায় কুড়ি দিন অতিবাহিত হয়েছে। উপাচার্য নিজের বাসভবন থেকে বেরিয়ে কার্যালয়ে আসতে পারেননি। যার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে, এমনটাই জানালো বিশ্বভারতী কর্তৃপক্ষ।

সোমবার বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। যে বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো, জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক অমিত হাজরা সহ বিশ্বভারতীর প্রায় সমস্ত বিভাগের বিভাগীয় প্রধানরা। এই সাংবাদিক বৈঠকেই কর্তৃপক্ষ দাবি করে, লাগাতার কুড়ি দিন ধরে ছাত্রদের অবস্থান বিক্ষোভ চলছে ঠিক কথা কিন্তু এই নিয়ে ছাত্রদের তরফ থেকে দাবি-দাওয়া সম্পর্কিত কোন লিখিত অভিযোগ বা আবেদন পত্র আসেনি। যার কারণে বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের একটাই দাবি, অবিলম্বে পদত্যাগ করতে হবে উপাচার্যকে। বিশ্বভারতী কর্তৃপক্ষের মতে এই বিষয়টি বর্তমানে আলোচনা সাপেক্ষ নয়। যেহেতু উপাচার্য নিজের বাসভবন থেকে বের হতে পারছেন না তার জন্য বিশ্বভারতীর বহু প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি হচ্ছে। বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানও বাতিল করে দেওয়া হয়েছে এমনটাই জানানো হয়। তবে সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বিশেষ কোনো উত্তর দিতে চাইনি বিশ্বভারতী কর্তৃপক্ষ। একইসঙ্গে দাবি করা হয়, যেদিন ঘটনার সূত্রপাত হয় সেই দিন উপাচার্যকে ঘিরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে পড়ুয়াদের একাংশ। আর এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য।

পূর্বে বিশ্বভারতীতে ছাত্র আন্দোলনের জেরে অধ্যাপক শকুন্তলা মিশ্র এবং বিপ্লব লৌহ চৌধুরীর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এইবারও একই রকম ভাবে আধিকারিক তন্ময় নাথ এবং উৎপল হাজরার বাড়িতে ভাঙচুর চলে। এই বিষয়টি নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। যদিও বর্তমানে সব থেকে বড় প্রশ্ন বিশ্বভারতীর উপাচার্যকে নিয়ে ছাত্রদের এই আন্দোলন কবে গিয়ে শেষ হবে ? এই পরিস্থিতি কাটিয়ে কবে স্বাভাবিক ছন্দে ফিরবে বিশ্বভারতী?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version