Gangasagar Mela 2023 : গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে প্রায় বন্ধ ভেসেল পরিষেবা, সমস্যায় সাধারণ মানুষ

।। প্রথম কলকাতা ।।

Gangasagar Mela 2023 : আগামী বছরের একেবারে শুরুতেই গঙ্গাসাগর মেলার আয়োজন হতে চলেছে। গঙ্গাসাগর মেলা ২০২৩-এ যাতে কোনভাবেই আগত পুণ্যার্থীদের সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে। কাজ শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তেমনি গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে ড্রেজিংয়ের কাজ। কিন্তু এর ফলে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে প্রায় কুড়ি ঘন্টাই সাগরদ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকছে।

আসলে ড্রেজার মেশিন নামিয়ে নদীর বুক থেকে পলি তোলার কাজের জন্য ভেসেল পরিষেবা বিঘ্নিত হচ্ছে। সারাদিনে মাত্র চার ঘন্টা চলছে ভেসেল পরিষেবা। এটাই নিত্যযাত্রী থেকে শুরু করে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের চরম দুর্ভোগের কারণ। শুধুমাত্র ভেসেল পরিষেবা পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদেরকে। একপ্রকার বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে নৌকার মাধ্যমে সাগরের কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ লট নম্বর আট ভেসেল ঘাটে আসতে হচ্ছে সাধারণ মানুষকে।

যার কারণে সাগরদ্বীপের ভেসেল পরিষেবা স্বাভাবিক রাখার দাবি তুলে সরব হয়েছেন জনসাধারণ। এই সমস্যা আগামী ১৫ দিনের মাথায় মিটে যাবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজার তরফ থেকে। একই সঙ্গে তিনি জানিয়েছেন সাগর মেলায় যাতে কোনরকম তীর্থযাত্রীকে কোন সমস্যায় না পড়তে হয় তার জন্যই এই কাজ চলছে। সাগর মেলার বিভিন্ন প্রস্তুতির মধ্যে শুরু হয়েছে পাঁচটি ড্রেজার দিয়ে নদী পক্ষ থেকে পলি তোলার কাজ। এই কারণে মুড়িগঙ্গা নদীতে শুধুমাত্র জোয়ারের সময় চার ঘণ্টা ভেসেল চালানো সম্ভব হচ্ছে।

কারণ দিনের অন্যান্য সময় মুড়িগঙ্গা নদীর যে চ্যানেলের মাধ্যমে ভেসেল চলাচল করে, তা বন্ধ হয়ে যাচ্ছে। এমনটাই জানিয়েছেন ভূতল পরিবহন নিগমের এক দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা। এই সমস্যা থেকে দ্রুত যাতে মুক্তি পেতে পারে মানুষ তার আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে। ২০২৩ সালে গঙ্গাসাগরের মেলায় কোনরকম গাফিলতি না রাখতে সচেষ্ট রাজ্য প্রশাসন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version