Lok Sabha Election 2024: বিজেপির কোর কমিটির বৈঠকে ভ্যানিস পদ্মের ‘জাত গোখরো’, শাহ-নাড্ডার বৈঠক ঘিরে তুঙ্গে চর্চা

।। প্রথম কলকাতা ।।

Lok Sabha Election 2024: গতকাল মধ্যরাতেই তিলোত্তমায় পা রেখেছেন অমিত শাহ এবং জে পি নাড্ডা। আজ দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে তাঁদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার দুপুরে বৈঠকে বসার কথা রাজ্য বিজেপির ২৪ জনের কোর কমিটির সঙ্গে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কমিটির ২৩ সদস্যই হাজির হচ্ছেন বৈঠকে। অনুপস্থিত থাকছেন না মোটে ১ জন। কে তিনি ? যার জন্য ফের তিনি সংবাদ শিরোনামে ?

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। অরে তার আগে বঙ্গ নেতা কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাতে কলকাতায় পা রেখেছেন অমিত শাহ এবং জে পি নাড্ডা। দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্যেই লোকসভা ভোটের রূপরেখা নিয়ে আলোচনায় বসছে বঙ্গ বিজেপির কোর কমিটি। অথচ সেই কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী অনুপস্থিত। এই প্রথমবার অবশ্য নয়, এর আগেও বেশ কয়েকবার বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে তাঁর দেখা মেলেনি। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে মিঠুন ও বিজেপির সম্পর্ক নিয়ে।

চব্বিশের নির্বাচনের প্রস্তুতি পর্বেই শুরু থেকেই দলের প্রচারে ঝাঁপিয়ে পড়বেন বলে জানিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু লোকসভা ভোটের চূড়ান্ত প্রস্তুতির বৈঠকেই অনুপস্থিত পদ্মের ‘জাত গোখরো’। খবর মিলেছে , পারিবারিক সফরে আমেরিকায় গিয়েছেন মিঠুন। কবে ফিরবেন তা নিশ্চিত ভাবে জানা যায়নি । কিন্তু প্রশ্ন হল আদেও কি তার কাছে খবর পৌঁছেছিল যে এই বৈঠকের ব্যাপারে। উঠছে প্রশ্ন ..

বেশ কয়েকদিন ধরেই যে গুঞ্জন ছড়াচ্ছে সেটি হল ২০১৯ এর লোকসভার জয়ী বেশ কয়েকজন সাংসদ এবারে টিকিট না পেতেও পারে। কারণ হিসাবে বিজেপির শীর্ষ নেতৃত্ব ব্যাখ্যাও দিয়েছে। তারপর থেকেই কানাঘুষো একটা খবর পাওয়া যাচ্ছে যে নাম নিয়ে এই মুহূর্তে জল্পনা চরমে তিনি অভিনেতা মিঠুন চক্রবর্তী। মিঠুন বর্তমানে বিজেপির প্রচারক। তাঁকে কি দক্ষিণ কলকাতায় প্রার্থী করা হবে? প্রশ্ন উঠলেও এখনো পর্যন্ত সেইভাবে কোনো তথ্য এসে পৌঁছায়নি, শুধুমাত্র রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যেই এই আলোচনা সীমাবদ্ধ রয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারের সময় ৭ মার্চ ব্রিগেডে সভায় বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী । তারপর থেকে বিজেপির সব রকম প্রচারে তাকে অংশ নিতে দেখা গিয়েছিল। পরবর্তী কালে ২০২২ সালের পুজোর পরে রাজ্য বিজেপির নাড্ডার তৈরী করা কোর কমিটিতে জায়গা পান মিঠুন। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের সঙ্গে স্থান পান তিনি। কিন্তু এই মুহূর্তে যখন তিলোত্তমায় বিজেপির শীর্ষ নেতৃত্ব , আর তখনই অনুপস্থিত রিল লাইফের ‘কাবুলিওয়ালা’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version