United States: ইসরায়েলের মালিকানাধীন জাহাজে ইরানের হামলার হুমকির মধ্যে গাইডেড-মিসাইল সাবমেরিন মোতায়েন আমেরিকার

।। প্রথম কলকাতা ।।

United States: ইসরায়েল (Israel) ও ইরানের (Iran) উত্তেজনার মধ্যে একটি গাইডেড সাবমেরিন মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। গাইডেড সাবমেরিন মধ্যপ্রাচ্যে ১৫৪টি টমাহক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। পশ্চিমা সিনিয়র গোয়েন্দা কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, মার্কিন সামরিক ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মতে, ইরানের রেভল্যুশনারি গার্ডস এরোস্পেস ফোর্স পারস্য উপসাগর এবং আরব সাগরে চলাচলকারী ইসরায়েলের মালিকানাধীন বেসামরিক বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছিল।

ইরান এবং ইসরায়েল চিরপ্রতিদ্বন্দ্বী এবং সাম্প্রতিক বছরগুলিতে একে অপরের সম্পদ, অবকাঠামো এবং নাগরিকদের উপর দাবিহীন আক্রমণের ‘ছায়া যুদ্ধে’ লিপ্ত হয়েছে। ইসরায়েলের ধ্বংসের জন্য ইরানের আহ্বান, হিজবুল্লাহর মতো ইসরায়েলবিরোধী জঙ্গি গোষ্ঠীর সমর্থন এবং তার পারমাণবিক কর্মসূচির কথা উল্লেখ করে ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানকে তার শীর্ষ শত্রু বলে মনে করে। ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো বলছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যে অভিযোগ ইরান অস্বীকার করেছে।

উপসাগরীয় দেশ বাহরাইনে অবস্থিত পঞ্চম নৌবহরের মুখপাত্র টিমোথি হকিন্স এপি নিউজকে জানিয়েছেন, শুক্রবার পরমাণু চালিত সাবমেরিন জর্জিয়ার ভিত্তিক সুয়েজ খালের মধ্য দিয়ে গেছে। এটি ১৫৪টি টমাহক ল্যান্ড-অ্যাটাক ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সাহায্য করার জন্য মার্কিন পঞ্চম নৌবহরে মোতায়েন করা হয়েছে।”

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version