Fishing Cat: রাত হলেই গ্রামে হানা দিচ্ছে অজানা জন্তু, রক্তাক্ত ২০ জন!

।। প্রথম কলকাতা ।।

Fishing Cat: রাত হলেই হানা দেয় অজানা এক জন্তু! যার কামড়ে আহত প্রায় কুড়িজন। স্বাভাবিক ভাবেই ধীরে ধীরে আতঙ্ক গ্রাস করেছে গোটা এলাকায়। এমন প্রাণী গ্রামবাসী আগে দেখেনি। অনেকটা দেখতে বিড়ালের মতো। যাদের আক্রমণ করেছে, কামড় দিয়ে তৈরি করেছে গভীর ক্ষত। রীতিমত রক্তাক্ত কান্ড।

ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার গোকর্নী পঞ্চায়েত এলাকার। শোনা যাচ্ছে, গতকাল রাত্রে সাতটি গ্রামের বিভিন্ন লোকের উপর হামলা চালিয়েছে এই একটা মাত্র প্রাণী। এই প্রাণীটিকে কেউ বলছেন হায়না, কেউ বলছে শিয়াল। কামড় দিয়েছে প্রায় কুড়িজনকে। আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় মগরাহাট হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন অন্তত ৫ জন। তাদেরকে রেফার করা হয়েছে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে। এলাকার মানুষ প্রাণীটিকে মেরে ফেলেছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে মগরাহাট থানার পুলিশ। আহতদের কারোর বয়স ৭৫, কারোর বয়স ১০, কারোর ৪৫, আবার কারোর বা ৪০।

যতদূর জানা যাচ্ছে, এটি একটি বিড়াল গোত্রের প্রাণী, যা মূলত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখতে পাওয়া যায়। গ্রাম বাংলার মানুষ বলে মেছো বিড়াল। আবার কেউবা বলে বাঘরোল। সাধারণত একটু নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করে। কিন্তু দিনের পর দিন জনবসতি স্থাপন, কৃষি জমিতে রূপান্তরসহ নানান কারণে তাদের আবাসস্থল কমছে। তাই ২০০৮ সালে মেছো বিড়ালকে রাখা হয়েছে বিপন্ন প্রজাতির তালিকায়। দেখে এক নজরে মনে হতে পারে চিতা বাঘের বাচ্চা। এটি সংখ্যায় কম। তাই বহু মানুষ প্রাণীটি সম্পর্কে খুব একটা জানেন না। তাই দেখা মাত্রই ভয় পান। যেমনটা হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version