Murshidabad : শিশুকন্যার মাধ্যমে মাদক পাচারের চেষ্টা! পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে দিল BSF

।। প্রথম কলকাতা।।

Murshidabad: কাঁটাতারের বেড়া পার করে বহু দিন ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে চোরা চালান চলছিল। ইতিমধ্যে বহু বার বিএসএফের ( BSF) হাতে ধরা পড়ে একাধিক পাচারকারী। উদ্ধার করা হয় বহু নিষিদ্ধ মাদক। কিন্তু তারপরেও চোরা কারবারীদের কোন মতেই দমানো সম্ভব হয়নি। সম্প্রতি একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে চোরা কারবারীদের ভয়ংকর সাহসিকতার পরিচয় মেলে। তাঁরা সীমান্ত ( Border) পেরিয়ে পাচার কাজ চালানোর জন্য এবার নিজেদের সঙ্গে যুক্ত করেছেন শিশুদেরকেও । সন্দেহের নজর এড়াতে এক শিশু কন্যার ( Girl Child) হাতে মাদকদ্রব্য পাচার করার চেষ্টা চলছিল। তবে সেই ছক বানচাল হয়।

সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটি মুর্শিদাবাদের ( Murshidabad) । ২৪ ডিসেম্বর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে সীমা চৌকি বয়রাঘাটার ১১৫ ব্যাটেলিয়ানের জাওয়ানযারা ডিউটি করছিলেন। ঠিক তখন তাঁরা খবর পান এক বছর সাতেকের শিশুকন্যা নিজের সঙ্গে মাদক নিয়ে সীমান্তের দিকে এগোচ্ছে। বিএসএফের গোয়েন্দা শাখা থেকে এই তথ্য পাওয়ার পর সেটি সঠিক কিনা বিষয়টি নিশ্চিত করে ওই শিশুটিকে আটক করা হয়। ঘটনাস্থলে এসে উপস্থিত হন মহিলা কনস্টেবলরা। শিশু কন্যাটিকে থামানো হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় । তাঁর তল্লাশি চালাতেই উদ্ধার করা হয় বহু মাদক, যার ওজন প্রায় ১০৭ গ্রাম।

বিএসএফের অনুমান সেই মাদক ছিল হেরোইন । কে ওই শিশু কন্যাকে মাদক দিয়েছে, কার হাতে এই মাদক তুলে দিতে হতো এই সংক্রান্ত প্রশ্নের উত্তর জানলে রীতিমত হতবাক হতে হয় । জিজ্ঞাসাবাদে ওই বছর সাতেকের শিশুকন্যা জানায়, এই সব কিছুই তাঁর মা তাকে দিয়েছিল। সে আরও বলে , এই সামগ্রী শুধুমাত্র তাঁর দাদির হাতে তুলে দিতে হবে। মায়ের নির্দেশ পালন করার জন্যই সীমান্তের দিকে এগোচ্ছিল ওই শিশু । পরবর্তীতে তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করা মাদকদ্রব্য সহ ওই শিশুকন্যাকে রঘুনাথগঞ্জ থানায় ( Raghunath Ganj Police Station) হস্তান্তর করে বিএসএফ। অন্যদিকে ১৫ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার জাওয়ানদের এই তৎপরতায় অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। তাঁর কথায়, জাওয়ানরা সীমান্তে অপরাধ দমন করতে সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version