ভারতের দয়ায় কপাল খুললো ট্রুডোর ? ৪ ক্যাটাগরিতে ছাড়। ভিসা নিয়ে বড় স্টেপ জয়শংকরের

।। প্রথম কলকাতা ।।

কপাল খুলে গেল কানাডার। লটারি পেলেন ট্রুডো? ভিসা সার্ভিস চালু করলো ভারত, প্যালপিটিশন কমলো ওটায়ার। তাহলে কী মোদী – ট্রুডো সম্পর্ক হিমঘর থেকে বেরোচ্ছে? কোন টার্মস এন্ড কন্ডিশন এর উপর দাঁড়িয়ে দু দেশের সম্পর্ক? জয়শঙ্করের স্ট্র্যাটেজিটা দেখুন। ৪ ক্যাটাগরিতে ফিরলো স্বস্তি, চাপ কমলো না কানাডার।ভারত-কানাডা দু দেশের সম্পর্কের পালস্ নর্ম্যাল হচ্ছে?দিল্লির তরফে ভিসা নিয়ে বড় পদক্ষেপ। কানাডাবাসীর জন্য ভিসা সার্ভিস ফের চালু করছে ভারত। ভারত এবার কানাডার ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি ক্যাটেগোরির ভিসায় ছাড় দিতে চলেছে।

১) এন্ট্রি ভিসা
২) বিজনেস ভিসা
৩) মেডিক্যাল ভিসা
৪) কনফারেন্স ভিসা

চার ক্ষেত্রে অনুমোদন দিচ্ছে ভারত কিন্তু, তারপরেও চাপ কমছে না ট্রুডোর। এমনি এমনি তো বিশেষ কয়েকটা ক্যাটাগরিতে কানাডায় ভিসা সার্ভিস চালু করেনি ভারত। রীতিমতো কন্ডিশন রেখেছেন বিদেশমন্ত্রী জয়শংকর। দিল্লির কৌটিল্য ইকোনমিক কনক্লেভে বসে জয়শঙ্কর সাফ জানিয়ে দেন, ‘ভিয়েনা কনভেনশন মেনে যদি কানাডা ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তার ব্যবস্থা করে, তাহলেই ভিসা পরিষেবা চালু করা সম্ভব’। ভিয়েনা কনভেনশনের মূল কথা, কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কানাডায় তারই অভাব দেখা দিয়েছে। অর্থাৎ, কানাডায় ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তাজনিত পরিস্থিতির উন্নতি হলেই একমাত্র ওই দেশের নাগরিকদের ভিসা দেওয়া আবার শুরু হতে পারে, ভারতের টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে এটাই ছিল মূল শর্ত। তাহলে সেই পরীক্ষায় কি পাশ করলো কানাডা? তাহলে কী বরফ গলছে? কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে?

জানিয়ে রাখি, কানাডার মাটিতে খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনার পর থেকে গত এক মাসের বেশি সময় ধরে ভারত কানাডার মধ্যে উত্তেজনার পারদ চড়েছে দ্বিপাক্ষিক কূটনীতিতে। উত্তেজনার আবহে গত ২১ সেপ্টেম্বর কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ বলবতের সিদ্ধান্ত নেয় ভারতের বিদেশ মন্ত্রক। এবার শর্তসাপেক্ষে সেই নিষেধাজ্ঞায় আংশিক ইতি টানল ভারতের বিদেশ মন্ত্রক। তবে কানাডার ভারতীয় হাই কমিশন এবং কনস্যুলেটে ‘আপৎকালীন পরিস্থিতি’ সংক্রান্ত নির্দেশিকা বহাল থাকবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

কিন্তু, যে ঘোলাটে ও জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল, কূটনীতিকেরা যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন সেই সব কিছু কি এত তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে? সব ভারতীয় কূটনীতিক ও কনস্যুলেট অফিস স্বাভাবিকভাবে কাজ করতে পারবে? কেউ কেউ বলছেন, তেমন পরিস্থিতি এখনো তৈরি হয়নি। সেটা না হলে ভিসার কাজ শুরু হওয়া কঠিন। যদিও জয়শংকরের আশা ছিল, অবস্থার দ্রুত বদল ঘটবে সেইমতোই বিশেষ চারটে ক্যাটাগরিতে ভিসা সার্ভিস চালু করতে যাচ্ছে ভারত। এখন দেখার কূটনীতিক ও দূতাবাসগুলোর নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে কানাডা কী স্টেপ নিয়েছে। সবটাই বলবে সময়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version