Abhishek Banerjee: কেশপুরে তৃণমূলের মেগা সমাবেশ, একজোট হওয়ার বার্তা দিতে থাকছেন অভিষেক

।। প্রথম কলকাতা ।।

Abhishek Banerjee: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জেলা সফর শুরু করেছেন। একের পর এক জেলায় গিয়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তিনি বার্তা দিচ্ছেন জনসাধারণের উদ্দেশ্যে। এই মতো পরিস্থিতিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ২৪-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার শুরু করতে চলেছেন বাংলায়। লক্ষ্য মেদিনীপুর এবং ঘাটাল লোকসভা কেন্দ্র। আগামীকাল অর্থাৎ শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সভার আয়োজন করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে (Keshpur)।

এই কেশপুর ব্লকের আনন্দপুরে প্রথমবারের জন্য সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর এবং ঘাটাল তৃণমূল সাংগঠনিক জেলা নেতৃত্বরা প্রায় এক সপ্তাহ বেশি সময় ধরে প্রস্তুতিপর্ব চালিয়ে যাচ্ছেন। এমনটাই জানা গিয়েছে দলের তরফ থেকে। সম্পূর্ণ সভাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhunia)। গতকাল এই নিয়ে তৃণমূলের দুই সাংগঠনিক জেলার নেতৃত্বদের মধ্যে বৈঠক হয়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং ঘাটাল সাংগঠনিক জেলা থেকে বহু সংখ্যক মানুষ শনিবারের সমাবেশে এসে উপস্থিত হবেন, এমনটাই আশা করছে স্থানীয় তৃণমূল।

মানস ভুঁইয়ার কথায়, কেশপুরের এই সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে আগামী দিনে কোন পথে চলতে হবে তার দিক নির্দেশন করবেন। কেশপুরের যে মাঠে অভিষেকের সভার আয়োজন করা হয়েছে সেখানে বিগত বেশ কয়েকদিন ধরে দফায় দফায় পরিদর্শন চালাচ্ছেন তৃণমূল নেতৃত্বরা। কাজেই প্রস্তুতিতে কোন খামতি রাখতে চাইছেন না তাঁরা। দূর-দূরান্ত থেকে যে বিপুল সংখ্যক মানুষ ওই সভায় এসে উপস্থিত হবেন, তাদের যাতায়াতের জন্য সুব্যবস্থা করা হয়েছে। বেশ কিছু মাস আগেই মেদিনীপুর সফরে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও একজোট হয়ে চলারই বার্তা দিয়েছিলেন। এবার সেই বার্তাই পুনরায় দিতে আগামীকাল কেশপুরে এসে উপস্থিত হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তথ্যসূত্র: এই সময়

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version