Mamata Banerjee: ‘বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূলই’… কর্মিসভা থেকে স্পষ্ট জবাব মমতার

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: ‘উত্তর ২৪ পরগনায় জেলা তৃণমূল কংগ্রেসের কর্মিসভা থেকে আসন্ন চব্বিশের লোকসভা নির্বাচন প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে বাংলায় কি কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে? এ প্রশ্নের উত্তর যেন কার্যত দিয়ে ফেললেন মমতা। তৃণমূল সুপ্রিমো আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতে চেয়েছেন, সারা দেশে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’ যেমন লড়াই করছে তেমনই করবে।

এদিনের কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সারা দেশে ‘ইন্ডিয়া’ থাকবে। বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। কারণ, তৃণমূলই পারে বিজেপিকে শিক্ষা দিতে। সারা ভারতকে পথ দেখাতে।’’ সারা দেশে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’ যেমন লড়াই করছে তেমনই করবে। কিন্তু বাংলায় তৃণমূল একার শক্তিতেই বিজেপির বিরুদ্ধে লড়বে। অর্থাৎ, কারও সঙ্গে জোট বেঁধে নয়। তা এদিনের মঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন মমতা। এদিন কর্মিসভার মঞ্চ থেকে জ্যোতিপ্রিয় মল্লিক প্রসঙ্গেও সুর চড়াতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি জানান , ”বালুকে ওরা অ্যারেস্ট করিয়েছে যাতে নির্বাচনের কাজ না করতে পারে। আর সেই খুশিতে বাম-বিজেপি আর কংগ্রেস একসঙ্গে মিছিল করতে নেমে পড়েছে।”

প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের ক্ষেত্রে আসন সমঝোতা কেমন হবে তার ফর্মুলা মমতা বন্দ্যোপাধ্যায় আগে দিয়েছিলেন। যে রাজ্যে জোটের যে দল শক্তিশালী, আসন সমঝোতার ক্ষেত্রে তার বক্তব্যই আগে শুনতে হবে। তাকে প্রাধান্য দিতে হবে আসন সমঝোতা নিয়ে আলোচনায়। শুধু তাই নয় , মমতা সংযোজন করে বলেছিলেন, যদি কংগ্রেস মনস্থ করে যে তারা তৃণমূলের হাত ধরবে, তবে দু’টি আসন তাদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু তার বেশি নয়। সেই দুইয়ের মধ্যে যদি কংগ্রেস একটি সিপিএম-কে দিতে চায়, তাতে দলের সমস্যা নেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version