Sagardighi by Election: সাগরদিঘীর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, দলের টিকিট দেবাশিসকে

।। প্রথম কলকাতা ।।

Sagardighi by Election: নির্বাচন কমিশনের তরফ থেকে সাগরদিঘী উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু উপনির্বাচনের তারিখ ঘোষণা করার পর থেকেই একটা জল্পনা তৈরি হয়েছিল তৃণমূলের প্রার্থী নিয়ে। কে প্রার্থী হবেন ? দল কার উপরে ভরসা রাখবে ? তা সেই মুহূর্তে দলের তরফ থেকে স্পষ্ট করা হয়নি। তবে সোমবার প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। আগামী ২৭ ফেব্রুয়ারি তৃণমূলের হয়ে সাগরদিঘী উপনির্বাচনে (Sagardighi By Election) তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে দাঁড়াবেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়।

তিনি মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের তৃণমূলের সভাপতি। আর এবার ব্লকের সভাপতিকেই উপ নির্বাচনের টিকিট দিল দল। জানা যায় দেবাশিস বন্দ্যোপাধ্যায় আগে ছিলেন যুব তৃণমূলের দায়িত্বে। ওই কেন্দ্রে তিনি তৃণমূলের প্রতীকে তিনবার জয়ী হয়েছেন। তাই এলাকার ভূমিপুত্রের ওপর উন্নয়নের দায়িত্ব দিতে চাইছে রাজ্য। প্রার্থীর (TMC Candidate) নাম ঘোষণা হওয়ার পর দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, তিনি আশাবাদী। জয়লাভ করে এই এলাকার উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলবে তাঁর।

উল্লেখ্য, মন্ত্রী সুব্রত সাহা সাগরদিঘী কেন্দ্রের বিধায়ক ছিলেন। কিন্তু গত ২৯ ডিসেম্বর হৃদরোগ প্রাণ কাড়ে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রীর। তাই স্বাভাবিকভাবে শূন্য হয়ে যায় বিধায়ক পদ। এই কারণে নির্বাচন কমিশনের তরফ থেকে ওই কেন্দ্রের উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী, কোন কেন্দ্রের বিধায়ক কিংবা সাংসদ যদি দায়িত্বে থাকাকালীন প্রয়াত হন তাহলে ছয় মাসের মধ্যেই সেই কেন্দ্রে পুনরায় ভোট করাতে হবে। সেই নিয়ম মেনেই আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘীতে উপনির্বাচন, যার ভোট গণনা হবে ২ মার্চ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version