kakdwip: বঙ্গোপসাগরে ফের ট্রলার ডুবি, বরাত জোরে প্রাণ বাঁচল মৎস্যজীবীদের

।। প্রথম কলকাতা ।।

Kakdwip: গভীর সমুদ্রে টানা কয়েকদিন মাছ ধরার পর বন্দরে ফেরার সময় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল মৎস্যজীবীদের (Fishermen) একটি ট্রলার। চরের ধাক্কায় ট্রলারের পাটাতন ফুটো হয়ে হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন ট্রলারে থাকা মৎস্যজীবীরা। তাঁরা কোন মতে নিজেদের প্রাণ বাঁচাতে পারলেও জলের মধ্যে ডুবে যায় মাছ ভর্তি ট্রলারটি। এই মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছে ঘটে।

সূত্রের খবর অনুযায়ী, ২০ জানুয়ারি কাকদ্বীপের কেশব নারায়ণ নামক একটি ট্রলার (Trawler) বঙ্গোপসাগরে পাড়ি দিয়েছিল মাছ ধরার উদ্দেশ্য নিয়ে। সেই ট্রলারটিতে ছিলেন ১৬ জন মৎস্যজীবী। তাঁরা সকলেই কাকদ্বীপ থানা এলাকার বাসিন্দা। তিন চার দিন ধরে গভীর সমুদ্রে মাছ ধরার পর বন্দরের দিকে ফিরে আসছিলেন তাঁরা। সেই সময় তাদের ট্রলারটি কেঁদো দ্বীপের কাছে চরে ধাক্কা খায়। আর সেই ধাক্কার জেরে ফুটো হয়ে যায় ট্রলারের পাটাতন। জল ঢুকতে শুরু করলে নিজেদের প্রাণ বাঁচাতে মৎস্যজীবীরা ওই হিম শীতল সাগরের জলে ঝাঁপ দেন।

তাদের আর্তনাদ শুনে আশেপাশে থাকা অন্যান্য মৎস্যজীবীদের ট্রলার গুলি এগিয়ে আসে উদ্ধার কাজে। বহু চেষ্টার পর ১৬ জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা যায় কিন্তু ট্রলারটি বিপুল টাকার মাছ নিয়ে জলে ডুবে যাওয়ার ফলে বড় ক্ষতি সৃষ্টি হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে কাকদ্বীপের শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, ২০ তারিখ বঙ্গোপসাগরে যাওয়ার কেশব নারায়ণ ট্রলারটি দুর্ঘটনার মুখে পড়ে সমুদ্রে ডুবে যায়। যদিও মৎস্যজীবীদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। কোন প্রানহানির ঘটনা ঘটেনি। তিনি জানান, বর্তমানে ওই দুর্ঘটনাগ্রস্থ ট্রলারটিকে বন্দরে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা চলছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version