Pujo Parikrama: এসি বাসে বনেদি পুজো ভ্রমণ, রাজবাড়িতে ভোগ! পর্যটন দফতরের এই প্যাকেজ সম্পর্কে জানুন

।। প্রথম কলকাতা ।।

Pujo Parikrama: এবার একটু অন্যরকম পুজো কাটান। ইতিহাসের গন্ধমাখা শতাব্দী প্রাচীন বনেদি বাড়িতে পাত পেড়ে ভোগ! এসি বাসে ঠাকুর দেখা দুর্দান্ত পুজো প্ল্যান নিয়ে হাজির পর্যটন দফতর। বাংলার বুকে ছড়িয়ে আছে কত বনেদি বাড়ির ইতিহাস। কোথাও রাজবাড়ির পুজো, আবার কোথাও জমিদার বাড়ির পুজো। বিশেষ ট্যুর প্যাকেজ আনল রাজ্য পর্যটন দফতর। কোন কোন পুজো দেখানো হবে? সরকারি এই প্যাকেজের সম্পর্কে সব তথ্য জানাবো আজকের এই প্রতিবেদনে।

কলকাতা শহরের ভিড় এড়িয়ে দুর্গাপুজো দেখতে চান? সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন শহরের সেরা বাড়ির পুজোগুলি ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। পুজোর এই বিশেষ দিনগুলিতে প্রত্যেকদিন সকাল ৮টা থেকে বেলা ১২টা অবধি চলবে। রবীন্দ্র সদন থেকে শুরু হবে এই বিশেষ ট্যুর। আবার ট্যুর শেষ হবে রবীন্দ্র সদনেই। সনাতনী ট্যুর প্যাকেজের মধ্যে রয়েছে খেলাট ঘোষবাড়ি, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি, চন্দ্রবাড়ি, রানি রাসমণি বাড়ি, ঠনঠনিয়া দত্তবাড়ি এবং জোড়াসাঁকো দাঁ বাড়ি। বনেদি বাড়ির পুজো মানেই ঐতিহ্যের কাহিনি। নানা অজানা ইতিহাস কথা বলে সাহমহলা বাড়ি। বড় বড় থামওয়ালা ঠাকুর দালান। সবসময় সুযোগ মেলে না কয়েক পুরনো বনেদি বাড়ির পুজো দেখার। তবু ইচ্ছে থেকে যায়। আপনার সেই ইচ্ছে পূরণ করতে এবার এগিয়ে এসেছে রাজ্য পর্যটন দফতর। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম বিশেষ ট্যুর প্যাকেজের ব্যবস্থা করেছে, যেখানে ঘুরিয়ে দেখানো হবে শহরের নামজাদা বনেদি বাড়ির পুজো। এসি বাসে করে পুজো ভ্রমণ। বাসে সকালের ব্রেকফাস্ট দেওয়া হবে। দুপুরে শোভাবাজার রাজবাড়িতে ভোগ খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। টুরের খরচ মাথাপিছু ১৯৯৯ টাকা।

কী ভাবে বুক করবেন এই ট্যুর প্যাকেজ?

দর্শনার্থীরা পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ওয়েবসাইট www.wbtdcl.com -র মাধ্যমে এই ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন। এছাড়াও কোন ট্যুরিস্ট অপারেটরের থেকেও বুক করা যাবে এই প্যাকেজ। পর্যটন দফতরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করে এ কথা জানানো হয়েছে। এক এক বনেদি বাড়ির ইতিহাস এক এ করকম। নিজস্ব আচার-রীতিনীতি মেনে জাঁকজমকের পুজো- বনেদি বাড়ির দুর্গাপুজোর ট্রেডমার্ক। একশো, দেড়শো, দুশো, কোথাও কোথাও আড়াইশো, এমনকী তিনশো বছরের পুরনো এই সব পুজো যেন নিজেরাই বহমান ইতিহাস। যুগ যুগ ধরে বংশ পরম্পরায় যা চলে আসছে আজও, প্রতি বছর। বিভিন্ন বনেদি বাড়ির সাবেক পুজো ছাড়া দুর্গাপুজোর ইতিহাস অসম্পূর্ণ। এই সব পুজো দেখার ইচ্ছে অনেকেরই থাকে। কিন্তু দেখার সুযোগ হয়ে উঠে না। এবার হাতে নাগালে সব বন্দোবস্ত করে দিল রাজ্য সরকার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version