ONGC Found Oil : রাজ্যে ফের খনিজ তেল ভাণ্ডারের হদিশ! আশায় বুক বাঁধছে ভূপতিনগর

।। প্রথম কলকাতা ।।

ONGC Found Oil in Medinipur : গোটা রাজ্যবাসীর জন্য আরও এক ইতিবাচক খবর। রাজ্যে পুনরায় খনিজ তেল ভাণ্ডারের হদিশ মিলল। তবে এটা উত্তর ২৪ পরগনার অশোকনগর কিংবা তার কাছাকাছি এলাকা নয়। বরং খনিজ তেলের ভাণ্ডার রয়েছে এই রাজ্যের পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। এই বিষয়ে একেবারে নিশ্চিত কেন্দ্রীয় ওএনজিসি। সেখানকার কিছু অংশে এবার খনন কার্য চলবে বলেও জানিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা।

শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিম মেদিনীপুরের সবংয়ে প্রাথমিকভাবে খনিজ তেলের সন্ধান পাওয়া গিয়েছে । খনন করে দেখা হবে সেখানেও। ওএনজিসি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলাতে কী কী খনিজ পদার্থ মজুত রয়েছে তার সন্ধান চালাচ্ছিল এই সংস্থা। সেই কাজ চলাকালীন দুই মেদিনীপুরে খনিজ তেল মজুত থাকার তথ্য উঠে আসে। ওই দুই জেলার আরও অন্যান্য জায়গায় কোন খনিজ সম্পদ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন ওএনজিসি এর গবেষকরা।

ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বর্তমানে ভূপতিনগরে কতটা খনিজ তেল রয়েছে সেই সম্পর্কে খানিকটা আন্দাজ পাওয়ার চেষ্টা করছে। এছাড়াও খুব তাড়াতাড়ি এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু হবে বলেও জানা গিয়েছে ওই কেন্দ্রীয় সংস্থা সূত্রে। যদি এই এলাকায় খনিজ তেল পাওয়া যায় তবে তা বাংলার জন্যে এক বিরাট সাফল্য হিসেবে চিহ্নিত হবে। এছাড়াও নির্দিষ্ট এলাকা থেকে তেল উত্তোলন শুরু হলে তা অর্থনৈতিকভাবে রাজ্যকে খুবই সহযোগিতা করবে। এলাকার মানুষদের অর্থনৈতিক উন্নতির পথ আরও সুগম হবে এখানে তেল খনি তৈরি হলে।

প্রসঙ্গত, এই প্রথম নয়, পশ্চিমবঙ্গে ২০২০ সাল থেকে বাণিজ্যিকভাবে খনিজ তেল উত্তোলন শুরু হয়েছে। অবশ্য সেটা উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাইগাছি এলাকাতে। পরবর্তীতে দেখা যায় সেখানকার দৌলতপুরেও তেল খনির সন্ধান মেলে  অশোকনগরের বুকে পরপর খনিজ তৈল ভাণ্ডারের খোঁজ মেলায় খুশি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে ক্ষেত্রে তিনি জেলা প্রশাসনকে সব রকম ভাবে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিলেন উত্তর ২৪ পরগনার একটি প্রশাসনিক বৈঠকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version