Visva Bharati University: উপাচার্যের পদত্যাগের দাবিতে মশাল মিছিল, ফের উত্তাল বিশ্বভারতী

।। প্রথম কলকাতা ।।

Visva Bharati University: পূর্বে একাধিকবার সংবাদ শিরোনামে নাম উঠে এসেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সরব হয়েছেন পড়ুয়াদের একাংশ। ১৫ দিন ধরে উপাচার্যের বাড়ির সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে পড়ুয়াদের। বুধবার ফের বিকেলের দিকে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। পড়ুয়াদের একাংশ মিছিল করে এগিয়ে যেতে থাকেন উপাচার্যের বাড়ির দিকে। এরপরই পুলিশ এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারী পড়ুয়াদের।

ঐতিহ্যবাহী পৌষ মেলা থেকে শুরু করে হোস্টেল এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের অভিযোগকে সামনে রেখে উপাচার্যের পদত্যাগের দাবিতে সরব হয় পড়ুয়ারা। হাতে মশাল নিয়ে মিছিল শুরু করেন তাঁরা। প্রায় ১৫ দিন আগে বিশ্বভারতী চত্বরে উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তাদের দাবি ছিল, উপাচার্য বিনা কারণে যা ইচ্ছে তাই করে চলেছেন। কর্মচারীদের বেতন আটকে দেওয়া থেকে শুরু করে যাকে ইচ্ছে তাকে বদলি করে দেওয়া, শোকজ করা, হোস্টেল থেকে বের করে দেওয়া, পিএইচডি ছাত্রদের হেনস্থা করার মত অভিযোগে ওঠে তাঁর বিরুদ্ধে।

লাগাতার প্রায় দু সপ্তাহের বেশি দিন ধরে বহু ছাত্র-ছাত্রী উপাচার্যের বাড়ির সামনে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, যত দ্রুত সম্ভব উপাচার্যের পদ থেকে সরিয়ে ফেলা হোক বিদ্যুৎ চক্রবর্তীকে। উল্লেখ্য, এই ছাত্র আন্দোলনকে উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে ওই অধ্যাপককে শোকজ করা হয় বলেও জানা যায়। এরপরে বুধবার সন্ধ্যার দিকে পুনরায় পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে । ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। বিক্ষোভকারী ছাত্রদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা চালান পুলিশ আধিকারিকরা। তবে ক্ষিপ্ত আন্দোলনকারী পড়ুয়ারা গেট টপকে উপাচার্যের বাসভবনে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি হাতের নাগালের বাইরে বেরিয়ে যেতে থাকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version