Bangladesh Victory Day: আজ মহান বিজয় দিবস, জাতীয় স্মৃতিসৌধে শহিদদের শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার

।। প্রথম কলকাতা ।।

Bangladesh Victory Day: সালটা ১৯৭১। আজকের এই দিনে পৃথিবীর মানচিত্রে জাতি নিজেদের জন্য বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল, এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে। আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। সেই হিসাবে আজ বিজয়ের পূর্তি হল ৫২ বছর।

বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে। বিজয়ের অনুভূতি সব সময়ই আনন্দের হলেও একই সঙ্গে দিনটি বেদনারও, বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন, তাদের জন্য। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল বাংলাদেশের এই স্বাধীনতা। আজকের এই বিশেষ দিনে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে বাংলাদেশ।

আজ সকালে বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর এদিন সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্যউন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ এলাকা।

মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৩তম বিজয় দিবস উদযাপন করছে জাতি। দিবসটি উপলক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক-রাজনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠন গ্রহণ করেছে নানা কর্মসূচি। বাংলাদেশের বিভিন্ন বঙ্গাব্দ মাধ্যম সূত্রে খবর, এই বছরও শুভেচ্ছার নিদর্শন হিসেবে রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য ফলমূল এবং মিষ্টান্ন পাঠিয়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version