।। প্রথম কলকাতা ।।
Top Fights: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তার পরেই জানা যাবে ত্রিপুরায় (Tripura) বিজেপি থাকবে নাকি নতুন সরকার গড়বে তৃণমূল (Trinamool)। বাংলার বাইরে অন্য রাজ্যে নিজেদের ভীত শক্ত করার জন্য উঠেপড়ে লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নেতৃত্বাধীন দল। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন (Tripura Assembly Election)। শেষ পর্যায়ের প্রচার সারছে সব রাজনৈতিক দলগুলি। প্রার্থী তালিকা অনুযায়ী টাউন বড়দোয়ালি থেকে তৃণমূলের প্রার্থী অনন্ত ব্যানার্জি। অপরদিকে বিজেপি দাঁড় করিয়েছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহাকে।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা আইনজীবী পীযূষকান্তি বিশ্বাসের সঙ্গে আরও পাঁচজন কংগ্রেস নেতা ‘টিএমসি’তে যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে নাম ছিল অনন্ত বন্দ্যোপাধ্যায়ের (Ananta Banerjee)। এবার ঘাসফুল শিবিরের হয়ে কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি। নয়া দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) উপস্থিতিতে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন। সেই সময় তৃণমূলই বিজেপিকে হাটিয়ে সরকার গড়তে পারবে এবং রাজ্যে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবে, বলে মনে করেছেন বিদায়ী কংগ্রেস নেতারা। আর সেখান থেকেই দল বদলানোর সিদ্ধান্ত। আগে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন অনন্ত ব্যানার্জি।
এদিকে বিপ্লব দেব চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন মানিক সাহা (Manik Saha)। এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছেন সিপিএমের মানিক সরকার। বিধানসভা নির্বাচনের ঠিক দশ মাস আগে আচমকা মুখ্যমন্ত্রী বদল হয় ত্রিপুরেশ্বরী রাজ্যে। ২০১৬-তে বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেপি ইউনিটের সভাপতি হয়েছিলেন তিনি। রাজ্যসভার সদস্য হিসেবেও মনোনীত হয়েছিলেন মানিক সাহা। এর পর সর্বসম্মতিক্রমে মুখ্যমন্ত্রী জায়গায় বসেছেন তিনি। এবারে অনন্ত ব্যানার্জির বিপরীতে দাঁড়িয়েছেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী। দেখার, জনগণ কাকে বেছে নেয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম