।। প্রথম কলকাতা ।।
Top Fights: ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বর্তমানে ২০২৩ সালের বিধানসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি একেবারে একেবারে তুঙ্গে। ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের শাসক শিবির থেকে শুরু করে বিরোধীপক্ষ সকলেই বিধানসভার আসনে প্রার্থী বন্টনে ব্যস্ত। কোন কোন রাজ্যে তৈরি হচ্ছে জোট, আবার কোন রাজ্যে জোটের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত হিসাবে গড়মিল দেখা যায় । এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP) হয়ে ত্রিপুরায় (Tripura) কারা লড়বেন তার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে একাধিক মহিলা প্রার্থীর নাম।
ত্রিপুরায় বিজেপির প্রার্থী তালিকার মধ্যে জায়গা করে নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ত্রিপুরারই ভূমি কন্যা প্রতিমা ভৌমিক। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভার ধনপুর আসন থেকে নির্বাচনে লড়বেন তিনি । ইতিমধ্যেই ধনপুর (Dhanpur) কেন্দ্রের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক (Pratima Bhowmik) সোনামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে নিজের মনোনয়নপত্র জমা দিয়ে এসেছেন। নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে তিনি দুর্গা বাড়িতে পুজো দেন। আর তারপর রওনা দেন মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে। প্রতিমা ভৌমিকের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রেও বিপুল জনসমাবেশ লক্ষ্য করা গিয়েছিল।
অন্যদিকে ২০২৩ এর বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূলের হাবিল মিঁয়া (Habil Mia)। ধনপুর আসন থেকে লড়াই করার জন্য তাঁর নাম ঘোষণা করেছে ঘাসফুল শিবির (TMC) । এই ধনপুর কেন্দ্রটি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের জায়গা হিসেবেই পরিচিত। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন সরকার তৃণমূল কংগ্রেস বর্তমানে রাজ্যের বাইরেও তাদের সংগঠনকে মজবুত করতে চাইছে। এই কারণে ত্রিপুরা, মেঘালয়ে বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। যদিও ২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী দেওয়া হয়। কিন্তু সে রাজ্যে বিশেষ কোনো সুবিধা করতে পারেনি এই দল। তবে এবার আবারও লড়াইয়ে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। বিজেপি শাসিত ত্রিপুরায় তৃণমূল কতটা নিজের জায়গা তৈরি করতে পারবে তা অবশ্য বোঝা যাবে ২ মার্চ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম