Top Fights: এক সময় ছেড়েছিলেন কংগ্রেস, সেই আশিসই লড়বেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

।। প্রথম কলকাতা ।।

Top Fights: ত্রিপুরা বিধানসভা নির্বাচন আগামী ১৬ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই এই নির্বাচনকে ঘিরে প্রত্যেকটি রাজনৈতিক দল কোমর বেঁধে প্রচারের কাজে নেমেছে। প্রার্থী তালিকা আগেই প্রকাশ করা হয়ে গিয়েছে বাম, কংগ্রেস, বিজেপির তরফ থেকে। আর সেই প্রার্থী তালিকা অনুযায়ী ত্রিপুরার (Tripura) প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিধানসভা নির্বাচনে প্রার্থী পদে না থাকলেও রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি ত্রিপুরার টাউন বড়দোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী। ওই কেন্দ্র থেকেই তাঁর প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেসের আশিস কুমার সাহা (Ashish Kumar Saha) ।

ত্রিপুরায় বিগত পুরভোটের আগে বিজেপি দলকে চূড়ান্ত অস্বস্তির মধ্যে ফেলেছিলেন দলেরই দুই বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং আশিস কুমার সাহা। কারন তাঁরা বিজেপি ছেড়ে তাদের পুরনো দল কংগ্রেসের হাত ধরেন। বিজেপি দলের বিধায়ক পদে দায়িত্বে ছিলেন তাঁরা। কিন্তু ওই বছর ফেব্রুয়ারি মাস নাগাদ বিজেপি ত্যাগ করেন সুদীপ রায় বর্মণ। একই সঙ্গে দল ত্যাগ করার সিদ্ধান্ত নেন আশিস কুমার সাহা। পুরনো দল অর্থাৎ কংগ্রেসে পুনরায় ঘরওয়াপসি হয় তাদের। এবার সুদীপ এবং আশিস দুজনেই ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন। সুদীপ বর্মণ লড়াই করবেন আগরতলা কেন্দ্র থেকে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী পদের মেয়াদ শেষ হওয়ার আগেই বিপ্লব দেব গত বছরে পদত্যাগ করেন। আর তারপর সেই জায়গায় বিজেপি দায়িত্ব আনে মানিক সাহাকে (Manik Saha)। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ৬০ টি আসনের মধ্যে ৪৮ টি আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করে তাঁরা। যার মধ্যে নাম দেখা যায়নি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। বিজেপির ঘোষিত তালিকা অনুযায়ী তিনি টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে এই বছরের বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। বিপ্লব দেব প্রার্থী তালিকায় না থাকার কারণে সে রাজ্যের রাজনৈতিক মহলে বিভিন্ন ধরনের আলোচনা উঠে আসে।

উল্লেখ্য, ২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Election) ওই রাজ্যের রাজনীতিতে এক বিরাট পালা বদল ঘটে। কারণ সেখানে ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন বিজেপির সদস্য। তাঁরা সেবারের নির্বাচনে ৬০ টি আসনের মধ্যে জয়লাভ করেছিলেন ৩৬ টি আসনে। তাদের প্রাপ্ত ভোটের হার ছিল ৪৩.৫৯ শতাংশ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version