Top Fights : বনমালীপুর থেকে লড়বেন BJP রাজ্য সভাপতি, প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের যুব নেতা

।। প্রথম কলকাতা।।

Top Fights : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। বিজেপির তরফ থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ত্রিপুরা ( Tripura) বিধানসভার বিভিন্ন কেন্দ্রে । তার মধ্যে নাম নেই ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের । বরং তাঁর আসন থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন ত্রিপুরার বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ( Rajib Bhattacharya)। ওই একই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজীব ভট্টাচার্যের প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল প্রার্থী শান্তনু সাহা।

ত্রিপুরা রাজনীতিতে রাজীব ভট্টাচার্য বিপ্লব দেবের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন । যে সময় বিপ্লব দেব মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব পালন করছিলেন সেই সময়ও মহাকরণে রাজীব ভট্টাচার্যের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রায়ই সাক্ষাৎ হতো বলে জানা যায়। কাজেই রাজনৈতিক মহলের একাংশের দাবি অনুযায়ী , ত্রিপুরার বিজেপিতে বিপ্লবের বিশ্বস্ত হিসেবে পরিচিতদের মধ্যে অন্যতম হলেন রাজীব ভট্টাচার্য। আর ২০২৩ এর বিধানসভা নির্বাচনে প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আসন থেকেই লড়াই করবেন তিনি।

এদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ত্রিপুরার বনমালীপুর ( Banamalipur) বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে শান্তনু সাহাকে। তিনি ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের যুব নেতা। ইতিমধ্যেই ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করতে এবং ত্রিপুরার সরকার পরিবর্তনের ডাকে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে নেমেছেন শান্তনু সাহা (Santanu Saha) । ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করার পাশাপাশি তাদের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিয়েছেন বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য, ত্রিপুরা বিধানসভার ৬০ আসন বিশিষ্ট। তার মধ্যে থেকে বিজেপির তরফ থেকে ৫৯ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়ে গিয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সব মিলিয়ে মোট ২২ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্য ছয় জন সিডিউল ট্রাইব, দুজন সিডিউল কাস্ট, দুজন মহিলা প্রার্থীর নাম রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে তৃণমূলের হয়ে ধনপুর বিধানসভা কেন্দ্রে লড়বেন হাবিল মিঁয়া।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version