Rape Allegation : যৌনকর্মীকে ধর্ষণ সহ প্রতারণার অভিযোগ, পুলিশের জালে তিন বাংলাদেশি

।। প্রথম কলকাতা।।

Rape Allegation : শহর কলকাতায় আসা বাংলাদেশি তিন যুবকের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ । পেশায় যৌনকর্মী এক মহিলা এই অভিযোগ তোলেন। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা । আর তারপর অভিযোগের ভিত্তিতে বাংলাদেশি ৩ যুবককে গ্রেফতার করে পুলিশ। যৌনকর্মী ওই মহিলার অভিযোগ, তাঁর সঙ্গে অভিযুক্তরা যৌন মিলন করার পর চুক্তি অনুযায়ী টাকা দিতে চাননি। এছাড়াও দুর্ব্যবহার করে তাকে হোটেল থেকে রীতিমতো বের করে দেওয়া হয়।

ঘটনাটি নিউমার্কেট থানা এলাকার । এই সময় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই মহিলা ধর্ষণের অভিযোগ করেন। তবে এক্ষেত্রে গণধর্ষণের কোন অভিযোগ ওঠেনি। ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার জানান, গণধর্ষণের কোনো রকম অভিযোগ করা হয়নি । চুক্তি অনুযায়ী বাংলাদেশি ওই তিন যুবক মহিলাকে টাকা না দেওয়াই সমস্যা সৃষ্টি হয়। একই সঙ্গে ওই মহিলা শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন । যার কারণে গ্রেফতার করা হয় অভিযুক্তদেরকে। আসলে ঘটনাটি কী ঘটেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনাটি ঘটে বুধবার রাতে। নিউ মার্কেট থানায় এক বছর ৩৫ এর মহিলা এসে অভিযোগ জানান । পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন বাংলাদেশি যুবকদের ডাকে তিনি মারউরি স্ট্রিটের একটি হোটেলে গিয়েছিলেন । সেই হোটেলে উঠেছিলেন মহম্মদ আব্দুল আল মিজান, মহম্মদ কাইদার চৌধুরী এবং মহম্মদ রাসেল শেখ। তিনজনেই চুক্তি অনুযায়ী শারীরিক ভাবে মিলিত হন ওই মহিলার সঙ্গে । কিন্তু সবশেষে মহিলাকে যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল তা না দিয়েই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। সেই টাকার পরিমাণ কত ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশি ওই তিন যুবককে গ্রেফতার করার পর প্রশ্ন উঠেছে, কোন যৌনকর্মী পেশার খাতিরে স্বেচ্ছায় টাকার বিনিময়ে যদি কারও সাথে শারীরিক সম্পর্কে যেতে রাজি হন। তারপর তাদের মধ্যে কোনরকম গণ্ডগোল সৃষ্টি হলে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের ধারা রুজু করা যায় কি না ? যদিও পুলিশের দাবি, যেহেতু ওই মহিলা যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন, তাই তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে ধর্ষণের মামলার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়াও বাংলাদেশি যুবকদের দ্বারা প্রতারিতও হয়েছেন ওই মহিলা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version