Madhyamik 2023: মাধ্যমিকের ইতিহাসে এই প্রথম ! পরীক্ষাকেন্দ্র পর্যবেক্ষণে সশরীরে হাজির পর্ষদ সভাপতি

।। প্রথম কলকাতা ।।

Madhyamik 2023: গতকাল থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের কড়া বিধি নিয়মের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করতে সচেষ্ট দায়িত্বপ্রাপ্তরা । এমতাবস্থায় মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) চলাকালীন জেলায় জেলায় গিয়ে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করার সিদ্ধান্ত নিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি (WBBSE President) রামানুজ গঙ্গোপাধ্যায়। যদিও এই বিষয়টি নিয়ে পূর্বে কিছু আঁচ পাওয়া গিয়েছিল। অবশেষে যেমন কথা তেমন কাজ। মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন জেলা সফল শুরু করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি।

তাঁর কর্মসূচির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখার কথা ছিল। সেই অনুযায়ী প্রথমে মালদায় পৌঁছে পরীক্ষা কেন্দ্রগুলিতে যান রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay)। শুধু তাই নয় বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষকদের সঙ্গেও কথাবার্তা বলেন তিনি। মূলত স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র গুলিকে নিয়ে বিশেষ ভাবনা ছিল মধ্যশিক্ষা পর্ষদের। ওই পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারি অতিরিক্ত আঁটোসাঁটো করা হয়েছে। যেমন নির্দেশ দেওয়া হয়েছিল সেই রকমই ব্যবস্থা করা হয়েছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখার জন্যেই মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষা কেন্দ্র (Exan Center) সফরের পর্ষদ সভাপতি।

এছাড়াও পরীক্ষার্থী এবং পরীক্ষকদের জন্য একগুচ্ছ নির্দেশ দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই নির্দেশগুলি মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয় এই পরীক্ষা কেন্দ্র সফরে। রাজ্যে পূর্বে মাধ্যমিক পরীক্ষার সময় পর্ষদ সভাপতির এমন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের ঘটনা আগে কখনও ঘটেনি বলেই জানা গিয়েছে। ছাত্র জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা যাতে সুশৃঙ্খল এবং স্বচ্ছ ভাবে দিতে পারে পরীক্ষার্থীরা, সেই প্রচেষ্টাই করছে পর্ষদ। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পর্ষদ সভাপতি।

জলপাইগুড়ির এক মাধ্যমিক পরীক্ষার্থীকে হাতির হামলার মুখে পড়তে হয়। বাবার সঙ্গে জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে স্কুটিতে চড়ে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিল অর্জুন দাস। সেই সময় দলছুট একটি হাতি হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মাঝপথে মৃত্যু হয় ওই পরীক্ষার্থীর । এরপরই নবান্নের তরফ থেকে জঙ্গল এলাকার পরীক্ষার্থীদের নিরাপত্তাকে মাথায় রেখে আট দফা গাইডলাইন প্রকাশ করা হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version