Fake CBI Raid : এ যেন সিনেমা ! ভুয়ো সিবিআই সেজে ব্যবসায়ীর বাড়িতে চলল লুট

।। প্রথম কলকাতা ।।

Fake CBI Raid : রূপালি পর্দায় এমন ছবি বহু দেখা যায়, যেখানে ভুয়ো পুলিশ কিংবা ভুয়ো সিবিআই-এর দহরম- মহরম চলে। কিন্তু এবার বাস্তবেও ঘটল সেই ঘটনা। খাস কলকাতায় এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানোর নামে হানা দেয় একদল সিবিআই আধিকারিক। যদিও তাদের হাতে ছিল ডান্ডা। তল্লাশির আছিলায় ওই ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ত্রিশ লক্ষ টাকা এবং প্রচুর সোনার গয়না হাতিয়ে নেয় সেই দুষ্কৃতী দল। কলকাতার ভবানীপুর রূপচাঁদ মুখার্জি লেনের এই ঘটনায় স্বাভাবিকভাবেই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন।

সংবাদ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রূপচাঁদ মুখার্জি লেনের বাসিন্দা হলেন ব্যবসায়ী সুরেশ ওয়াধা। সোমবার সকাল আটটা নাগাদ তাঁর বাড়িতে একদল দুষ্কৃতী এসে উপস্থিত হয়। সেখানে সাত আট জন ছিলেন বলে জানা যায়। তাঁরা নিজেকে সিবিআই আধিকারিক বলে পরিচয় দেয়। একটি পুলিশ লেখা গাড়িতে ওই ব্যবসায়ীর বাড়িতে এসেছিল দুষ্কৃতীরা। এরপর ইচ্ছেমতো নগদ টাকা এবং সোনা গয়না হাতিয়ে নেয় তাঁরা। ওই ব্যবসায়ীকে দুষ্কৃতীরা জানায় সিজার লিস্ট তৈরি করা হয়েছে। কিন্তু সেই লিস্টের কোন কপি ব্যবসায়ীকে দেওয়া হয়নি।

এছাড়াও কোন অফিস থেকে কিসের জন্য এই হানা সেই সংক্রান্ত কোনো তথ্যও জানানো হয়নি। ব্যবসায়ীর প্রশ্নের উত্তরে ওই ভুয়ো সিবিআই দল জানায়, তাঁরা সময় হলে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেবেন ব্যবসায়ীকে। ওই সিবিআই আধিকারিকরা বাড়ি থেকে চলে যাওয়ার পর খানিকটা সন্দেহ হয় সুরেশের। তিনি সোজা খবর দেন ভবানীপুর থানায়। সেখানে অভিযোগ দায়ের করা হয়। পুলিশের প্রাথমিক সন্দেহ, ব্যবসায়ীর বাড়িতে এই লুটের নেপথ্যে রয়েছে কোন পরিচিত ব্যক্তি। কারন ওই দুষ্কৃতী দল সোজা ব্যবসায়ীর যে ঘরে টাকা এবং গয়না রয়েছে সেখানে এসে ঢোকে। কাজেই পরিচিত কোন ব্যক্তি ছাড়া এই ধরনের তথ্য অন্য কারও পক্ষে জানা সম্ভব নয়।

তার থেকেও আশ্চর্যজনক বিষয় হল, সিবিআই কখনও লাঠি নিয়ে তল্লাশি অভিযানে যায় না। মূলত নিজেদের সুরক্ষিত রাখার তাগিদেই ওই ভুয়ো সিবিআই দল লাঠি নিয়ে হানা দেয় ব্যবসায়ী সুরেশের বাড়িতে। এর নেপথ্যে কোন চক্র কাজ করছে এমনটাই অনুমান করছে পুলিশ। বর্তমানে আরও তথ্য খুঁজে পেতে ওই ব্যবসায়ীর বাড়ি ও কর্মস্থলের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের তরফ থেকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version