।। প্রথম কলকাতা ।।
CCTV: স্কুলে মেয়েকে পড়তে পাঠিয়ে চিন্তায় রয়েছেন? চারদিকে যা সব হচ্ছে তা দেখে মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকেন? এবার সেই চিন্তা কমবে অনেকটাই। এ রাজ্যের সব গার্লস স্কুলে বসছে সিসি টিভি। পদে পদে নিরাপত্তার অভাব বোধ করেন গার্লস হস্টেলের আবাসিকরাও। কখন কোন বহিরাগত ঢুকে পড়ে সেই ভয়ে সব সময় সতর্ক থাকতে হয়। সি সি টিভি বসছে সেখানেও। চব্বিশ ঘন্টা নজরদারি চলবে তার মাধ্যমে। ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। কবে থেকে স্কুলে বসছে সি সি টিভি তা দেখে নিন এই প্রতিবেদনে।
অনেক গার্লস স্কুলে পুরুষ কর্মী থাকে। নানা প্রয়োজনেও স্কুলে আসে পুরুষরা। তাদের কারও কারও আচরণ সন্দেহ জনক মনে হয়। একই আশঙ্কা থাকে গার্লস হস্টেলগুলিতেও। সেই ভয় কাটাতে এবার সেখানে নজরদারি চালাবে সি সি টিভি। কেউ কোনও খারাপ কাজ করতে গেলে তাকে চিহ্নিত করা যাবে সহজেই। যাদবপুর কাণ্ডের পরে এবার পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ তৎপর রাজ্য স্কুল শিক্ষা দফতর। এবার গার্লস স্কুলে সিসিটিভি বসাতে বিশেষ নজর দিচ্ছে রাজ্য। ছাত্রীদের নিরাপত্তায় ইতিমধ্যেই একশোরও বেশি গার্লস স্কুলে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে।আগামী ১৫ দিনের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য। দফায় দফায় রাজ্যের সব গার্লস স্কুল ও গার্লস হস্টেলকে এই নজরদারির আওতায় নিয়ে আসা হবে। কেন এই তৎপরতা?
গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্বিবদ্যালয়ের মেইন হস্টেলের বারান্দা থেকে পড়ে যান বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র। পরের দিনই ভোরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ঘটনায় হস্টেলের সিনিয়রদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ আনে ছাত্রের পরিবার। ঘটনায় গ্রেফতার করা হয় যাদবপুরের বর্তমান ও প্রাক্তন ছাত্র মিলিয়ে অন্তত ১২ জনকে। এমন পরিস্থিতিতে সরকারি স্কুলের ছাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছিল। এবার তাই ছাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ করল রাজ্য সরকার।প্রশাসন সূত্রের খবর, প্রথম পর্যায়ে রাজ্যজুড়ে মোট ১৫৯টি গার্লস স্কুলে সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
পাশাপাশি ১৫১ টি গার্লস হস্টেলেও সিসিটিভি বসাচ্ছে রাজ্য। গোটা প্রক্রিয়াটি ১৫ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর ধীরে ধীরে রাজ্যজুড়ে বাকি গার্লস স্কুলগুলিতেও সিসিটিভি বসাতে চায় রাজ্য সরকার। রাজ্যের প্রত্যেকটি জেলাতেই স্কুল চিহ্নিত করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। ছাত্রমৃত্যুর পরেই হস্টেল এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে বিশেষ তৎপর হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় চত্বর পরিদর্শন করে গিয়েছে ইসরোর একটি দল। ঘটনার পর পরই ক্যাম্পাস জুড়ে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা।
এই পরিস্থিতিতে গার্লস স্কুল ও ছাত্রী হস্টেলগুলিতে সি সি ক্যামেরা বসানোর পদক্ষেপ নিল রাজ্য। এর ফলে ছাত্রীরা অনেকটাই নির্ভয়ে সেখানে পড়াশোনা করতে পারবে। দুশ্চিন্তা কমবে অভিভাবকদেরও।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম