Poush Mela 2022 : ডাকবাংলো মাঠেই হবে বিকল্প পৌষ মেলা, থাকছে কী কী চমক?

।। প্রথম কলকাতা।।

Poush Mela 2022 : করোনা পরবর্তী সময়কালে বোলপুরের পৌষ মেলা নিয়ে একাধিকবার অনিশ্চয়তার কালো মেঘ দেখতে পাওয়া গিয়েছিল ।২০২২ সালে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে আগের মতই পৌষ মেলা হবে এমনটাই আশা করেছিলেন অনেকে । কিন্তু সেই আশা আর বাস্তব রূপ পেল না। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়নি । যার কারণে ফের বিকল্প পৌষ মেলার ব্যবস্থা করল বীরভূম জেলা প্রশাসন। চলতি বছরেও বোলপুরের ডাকবাংলো মাঠে বিকল্প পৌষ মেলার আয়োজন করা হবে।

শুক্রবার বোলপুর মহকুমা শাসকের দফতরে বিকল্প পৌষ মেলা নিয়ে একটি মিটিং এর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা , পৌরসভার চেয়ারম্যানসহ বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা। জেলাশাসক জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পৌষ মেলা করতে বদ্ধপরিকর বীরভূম জেলা প্রশাসন। চলতি বছরের ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ডাকবাংলো মাঠেই বিকল্প পৌষ মেলার আয়োজন করা হবে। তবে এবার মেলাস্থল আরও প্রসারিত করা হয়েছে। ডাকবাংলো মাঠ , টাউন ক্লাব মাঠ , স্টেডিয়াম মাঠ সহ বেশ কয়েকটি মাঠ একসঙ্গে মিলিয়ে এই মেলা করা হবে।

চলতি বছরের বিকল্প পৌষ মেলাতেও বীরভূম জেলার লোকসংস্কৃতি ফুটে উঠবে। থাকবে একেবারে কুটির শিল্পের আঙিনায় গড়ে ওঠা বিভিন্ন চোখ ধাঁধানো জিনিসের সম্ভার । যদিও কলকাতা থেকে বেশ কিছু শিল্পী অনুষ্ঠানের জন্য আসবেন বলে জানা গিয়েছে। আর মেলার উদ্বোধনেও বিশেষ চমক থাকছে বলে জানিয়েছেন জেলা শাসক। তিনি জানান, চলতি বছরে প্রায় ৫০০টির মতো স্টল বসতে চলেছে বিকল্প পৌষ মেলায় ।২০১৮ সালে স্টলের ভাড়া যা ছিল এই বছরেও ভাড়া একই রাখা হয়েছে।

আজকের বৈঠকেই এই মেলা সংক্রান্ত একটি সাব কমিটি গঠন করা হয় বলে জানান জেলা শাসক। রাজ্যের মন্ত্রে চন্দ্রনাথ সিনহা জানান , ডাকবাংলো মাঠের পাঁচটি অংশতে এই মেলার ব্যবস্থা করা হবে বিভিন্ন কোম্পানির প্রদর্শনী থেকে শুরু করে সরকারি প্রদর্শনী এমনকি ছোট মাঝারি শিল্পীদের শিল্প প্রদর্শনীর ব্যবস্থা থাকছে এই মেলাতে। তিনি আরও জানান, ২৪ ডিসেম্বর মেলা প্রাঙ্গণে বাজি পোড়ানো হবে । এই সংক্রান্ত অনুমতি এবং প্রস্তুতি নিয়ে কাজ করবে সাব কমিটি। বিশ্বভারতীর তরফ থেকে সরাসরি কোন সহযোগিতার হাত না আসলেও বিশ্বভারতীর ট্রাস্টকে সঙ্গে নিয়ে এই মেলার আয়োজন করা হচ্ছে বলে জানালেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version