Mamata Banerjee: নতুন কেন্দ্রীয় বাজেটে নেই ‘আশার আলো’, দাবি বাংলার মুখ্যমন্ত্রীর

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: বুধবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। এই বাজেটে মধ্যবিত্তের অনেক উপকার হবে, এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে নতুন কেন্দ্রীয় বাজেট দরিদ্র শ্রেণীর মানুষের জন্য তেমন উপকারী হিসেবে ধরা দেবে না। এই দাবি তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্তমানে তিনি রয়েছেন জেলা সফরে। আজ বীরভূমে সভা রয়েছে তাঁর। সেখান থেকেই কেন্দ্রের নতুন বাজেট (Budget) নিয়ে প্রতিক্রিয়া দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর কথায়, “এই বাজেট অপরচুনিস্টিক। এই বাজেটে আশার আলো নেই, অন্ধকারের অমাবস্যা আছে। টোটাল অ্যান্টি-পুওর বাজেট এটা’। তাঁর দাবি, এই বাজেটের মাধ্যমে দরিদ্রদেরকে বঞ্চিত করা হবে।

আয়কর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য

চলতি বছরে কেন্দ্র সরকার ব্যক্তিগত আয়করে (Tax) ছাড় দিয়েছে। আয়ের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে সাত লক্ষ টাকা। অর্থাৎ কোন ব্যক্তি যদি বছরের ৭ লক্ষ টাকা বা তার কম আয় করেন তাহলে তাকে কোনরকম আয়কর কেন্দ্রকে দিতে হবে না। তবে এটা নতুন আয়কর ব্যবস্থায় কার্যকর করা হবে। এই আয়করে ছাড় দেওয়ার বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুদ্রাস্ফীতি হয়েছে , আয়করে ছাড় দিয়ে লাভ নেই ‘।

এছাড়াও এদিন বীরভূমের জনসভা থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রের উজ্জ্বলা যোজনা প্রকল্পের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “বাজেটের নামে দরিদ্রদের বঞ্চিত করা হয়েছে। আজ পর্যন্ত কোন কথা রাখতে পারেনি কেন্দ্র। ১৫ লক্ষ টাকা, দু কোটি লোককে চাকরি দেওয়ার কথা দিয়েছিল তাঁরা। চাকরি ৪০ শতাংশ কমে গেছে”। এছাড়াও ফের তিনি ১০০ দিনের প্রকল্পের টাকা না দেওয়ার কথা উল্লেখ করেন। রাজ্যকে ১০০ দিন প্রকল্পের টাকা নিজের ভাড়া থেকে খরচ করতে হচ্ছে,এমনটাই বলেন। কাজেই কেন্দ্রের কাছে আবারও ১০০ দিনের টাকা দাবি করেন মুখ্যমন্ত্রী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version