Higher Secondary 2023: উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছুটি নেই শিক্ষকদের, কড়া বার্তা শিক্ষা সংসদের

।। প্রথম কলকাতা ।।

Higher Secondary 2023: উচ্চমাধ্যমিক (Higher Secondary Examination) এবং একাদশ শ্রেণির পরীক্ষার দিনগুলিতে স্কুলের শিক্ষক (Teacher) এবং অশিক্ষক কর্মীরা (Non-Teacher) ছুটি পাবেন না, এমনটাই নির্দেশ শিক্ষা সংসদের। এই মর্মে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সব স্কুলের প্রধান শিক্ষকের উদ্দেশ্যে একটি চিঠি দিয়েছে। একমাত্র অত্যন্ত জরুরি পরিস্থিতিতে ছুটি মিলতে পারে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ অনুযায়ী, উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষার দিন গুলিতে শিক্ষক কিংবা অশিক্ষক কর্মীরা কোনরকম ছুটি নিতে পারবেন না। এই মর্মে সংসদ ইতিমধ্যে সব স্কুলের প্রধান শিক্ষককে চিঠি পাঠিয়েছে। যদি কোন ক্ষেত্রে অতি জরুরি পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষা চলাকালীন শিক্ষক কিংবা অশিক্ষক কর্মীরা ছুটি পেতে পারেন। রবিবার জারি করা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ছুটি অনুমোদনের ক্ষেত্রে জেলা স্কুল পরিদর্শকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালন সমিতি।

পাশাপাশি যেসব স্কুলে উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষা হবে সেখানে পরীক্ষার দিনগুলিতে ওই স্কুলের পঠন-পাঠন বন্ধ রাখতে হবে। যে স্কুলগুলিতে শুধুমাত্র একাদশ শ্রেণীর পরীক্ষা হওয়ার কথা রয়েছে সেখানে স্কুলের পঠন-পাঠন হবে নাকি সম্পূর্ণ বন্ধ থাকবে সেক্ষেত্রে সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ। ১৪ই মার্চ থেকে রাজ্যের রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সুষ্ঠুভাবে পরীক্ষার জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে। তার মধ্যে রয়েছে কুড়ি দফার একটি বিজ্ঞপ্তি। পরীক্ষা শুরু হয়ে গেলে ওই সময়ের মধ্যে কোন শিক্ষক বা অশিক্ষক কর্মী পরীক্ষার হল থেকে বাইরে বেরোতে পারবেন না। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবেন দুজন ইনভিজিলেটর। তাদের কাছে মোবাইল ফোন রাখা যাবে না। তাদের কাছে যে মোবাইল নেই তা নিশ্চিত হলে তবেই তারা প্রশ্নপত্র বিলি করতে পারবেন। যে বিষয়ে পরীক্ষা হবে সেই দিন সেই বিষয়ের শিক্ষক ওই পরীক্ষা কেন্দ্রের দ্বায়িত্বে থাকবেন না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version