Fire camera drone: সহজ হবে কাজ, ড্রোন উড়িয়ে আগুনের উৎস খুঁজবে দমকল

।। প্রথম কলকাতা ।।

Fire camera drone: বহুতল হোক বা ঘিঞ্জি এলাকা। আগুনের উৎস খুঁজতে এবার কাজে লাগানো হবে ড্রোন। প্রাথমিকভাবে দুটি ড্রোন কলকাতার আগুনের উৎস খোঁজার কাজে লাগানো হবে।

কোনো জায়গায় অগ্নিসংযোগ হলে প্রাথমিকভাবে আগুনের উৎস খুঁজতে গিয়ে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। এবার সেই কাজটা করে দেবে ক্যামেরাযুক্ত ড্রোন। ফলে দ্রুত আগুনকে নিয়ন্ত্রণে আনা যাবে। এমনটাই মনে করছেন অগ্নিনির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের আধিকারিকেরা। তাঁরা বলেন, ড্রোন ক্যামেরার মাধ্যমে আগুনের উৎস দেখা যাবে তেমনই ভিতরে কেউ আটকে আছেন কিনা কিংবা দাহ্য বস্তু রয়েছে কিনা তাও জানা যাবে। এছাড়াও আগুন কোন দিকে ছড়াচ্ছে তা চিহ্নিত করে দেবে ড্রোন।

প্রাথমিকভাবে শুধু ভিডিও ফুটেজ পাঠাবে ড্রোন ক্যামেরা। পরে একে আগুন নেভানোর কাজে ব্যবহার করা যায় কিনা তা বিচার-বিশ্লেষণ করবেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। সূত্রের খবর দুটি ড্রোনের জন্য খরচ হচ্ছে প্রায় ৮ লক্ষ টাকা। এই ব্যবস্থাপনা চালু হলে আগুন নেভানোর কাজে আমূল পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। এই ড্রোন চালানোর জন্য কয়েকজন কর্মীকে প্রশিক্ষণও দেওয়া হবে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version