Visva Bharati University: বাসভবন থেকে বেরিয়েই ফের বিক্ষোভের মুখে উপাচার্য, উত্তাল বিশ্বভারতী

।। প্রথম কলকাতা।।

Visva Bharati University: প্রায় প্রতিদিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একের পর এক ঘটনা ঘটে চলেছে। ছাত্রদের অসন্তোষ ক্রমশ উর্ধ্বমুখী। তাই বারবার বিক্ষোভকারী পড়ুয়াদের আক্রোশের মুখে পড়তে হচ্ছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। প্রায় কুড়ি দিন পর আজ নিজের বাসভবন থেকে বেরিয়ে অফিসে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে সেখানেও বাঁধ সাধে বিক্ষোভকারীরা। যদিও নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে উপাচার্যকে অফিস পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

এদিন উপাচার্যের বাড়ির সামনে জমায়েত হয় বিপুল মানুষের। একদিকে নিরাপত্তা রক্ষীদের ভিড় অন্যদিকে বিক্ষোভকারী পড়ুয়াদের ভিড়। নিরাপত্তা রক্ষীরা রীতিমতো রাস্তার মধ্যে একে অপরের হাত ধরে চেন তৈরি করেন। আর তার মধ্যে থেকে উপাচার্যকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয়। এদিনও পড়ুয়াদের একাংশ সরব হয় উপাচার্যের বিরুদ্ধে। অবশেষে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় উপাচার্যের বাসভবনের সামনে। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারী পড়ুয়ারা।

বিগত বেশ কিছুদিন ধরে উপাচার্যের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন বিক্ষোভকারী পড়ুয়াদের একাংশ। এই বিক্ষোভ প্রদর্শন শুরু হয় উপাচার্যের কার্যালয় থেকেই। সেই দিন যদিও নিরাপত্তা রক্ষীদের সাহায্যে তিনি বাসভবনে এসে প্রবেশ করতে পেরেছিলেন কিন্তু তারপর আর সেখান থেকে বেরোতে পারেনি। যার কারণে বিশ্বভারতীর প্রশাসনিক কাজে বহু বাধা সৃষ্টি হয়েছে বলে জানায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। গতকাল বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় । যেখানে এই ছাত্র বিক্ষোভ এবং বিশ্বভারতীতে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতির তীব্র নিন্দা করেন তাঁরা। এরপর আজ বিদ্যুৎ চক্রবর্তী নিজের অফিসের দিকে যেতে চাইলে ফের রাস্তায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতি বাঁধে বিক্ষোভকারী পড়ুয়াদের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version