Bangladesh Book Fair: বাংলাদেশি বইয়ের কদর বেড়েছে পাঠকদের কাছে, খুশি প্রকাশকরা

।। প্রথম কলকাতা।।

Bangladesh Book Fair In Kolkata: ২ ডিসেম্বর থেকে কলকাতার কলেজ স্কোয়ারে ১০ তম বাংলাদেশ বইমেলা শুরু হয়েছে । এই বইমেলায় অংশ নিয়েছেন ওপার বাংলার বহু প্রকাশকরা। ২০২২ সালের কলকাতায় বাংলাদেশ বইমেলায় অংশ নিয়ে ভীষণ আপ্লুত তাঁরাও । কারণ কলকাতার বিভিন্ন বয়সের পাঠকদের কাছে বাংলাদেশি বইয়ের কদর বেড়েছে। ভিড় জমছে বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টল গুলিতে। এছাড়াও পাঠকদের মধ্যে বাংলাদেশি বই নিয়ে আগ্রহ যে কতটা তা জানান দিচ্ছে বাংলাদেশ বইমেলার ভিড়।

২০২২ সালের কলকাতা বাংলাদেশ বইমেলা উৎসর্গ করা হয় বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে। এই মেলাতে বঙ্গবন্ধু কর্নারের আয়োজন করা হয় । বাংলাদেশি গণমাধ্যম সময় টিভিতে প্রকাশিত খবর থেকে পাওয়া তথ্য অনুসারে, বাংলাদেশি বিভিন্ন প্রকাশনা সংস্থাগুলির স্টলে রয়েছে মুজিবুর রহমান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বহু বই । আর সেই সমস্ত বইয়ের দিকেই ঝুঁকেছেন সব বয়সী কলকাতার পাঠকরা। বইমেলায় আসা এক পাঠকের কথায়, বই থেকে যে জ্ঞান পাওয়া যায় অডিও ভিস্যুয়ালের মাধ্যমে তা পাওয়া সম্ভব নয়।

পাঠকদের ভিড় এবং আগ্রহ খুশি করেছে বাংলাদেশি প্রকাশকদেরও। এক প্রকাশক সময় টিভিকে জানান, চাহিদা রয়েছে নজরুলের বই, এছাড়াও বিজ্ঞানভিত্তিক এবং গবেষণাধর্মী বইয়ের। আরও এক প্রকাশকের কথায়, এই ভাবেই যদি প্রতিবছর বাংলাদেশ বইমেলা কলকাতার বুকে চালিয়ে যাওয়া যায় তবে পাঠকদের কাছ থেকে আরও ভালো সাড়া মিলবে। অন্যদিকে বঙ্গবন্ধুর জীবন ও দর্শন বিষয়ক একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শনিবার বইমেলা স্থলেই। সেই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট কথা সাহিত্যিক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিকরা।

রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক সুভাষ সিংহ রায় সময় টিভিকে জানান, ‘সারা বিশ্বব্যাপী বাংলাদেশি বইয়ের চাহিদা বেড়েছে। নতুন নতুন বিষয় যুক্ত হয়েছে। বিভিন্ন গবেষণা বিষয়ক বই বেরিয়েছে। যা বেশ গুরুত্বপূর্ণ ‘। কথা সাহিত্যিক আনিসুল হকও এই প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন। এই বছরে কলকাতার দশম তম বাংলাদেশ বইমেলায় অংশ নিয়েছে ৭৫ টি বাংলাদেশি প্রকাশনা সংস্থা। চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত মেলা প্রাঙ্গণে কলকাতাবাসী বাংলাদেশি বইয়ের সম্ভার পেতে চলেছেন হাতের কাছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version