Madhyamik Examination: মাধ্যমিকের নজরদারিতে এবার ব্যবহার অ্যাপের, বড় চ্যালেঞ্জ পর্ষদের

।। প্রথম কলকাতা ।।

Madhyamik Examination: ছাত্র জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা হল মাধ্যমিক (Madhyamik)। ২০২৩ সালের চলতি মাসের শেষের দিকেই রাজ্যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। কাজেই সেই পরীক্ষার আয়োজন নিয়ে বর্তমানে বেজায় ব্যস্ত পর্ষদ। পরীক্ষা যাতে প্রথম থেকেই ত্রুটিমুক্ত হয়, কোন রকম গণ টোকাটুকি অথবা বিশৃঙ্খলার ঘটনা না ঘটে তার জন্য নতুন প্রযুক্তির সাহায্য নিতে চলেছে পর্ষদ। এর মাধ্যমে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে টোকাটুকি রুখে দেওয়া সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।

রিয়েল টাইম অ্যাপের ব্যবহার

যে সকল দায়িত্বপ্রাপ্তরা মাধ্যমিক পরীক্ষার নজরদারিতে থাকবেন তাদের ফোনে একটি বিশেষ অ্যাপ্লিকেশন (Application) ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সহজেই পরীক্ষা ব্যবস্থার সমস্ত খুঁটিনাটি বিষয় আপডেট করা যাবে। কীভাবে পরীক্ষা পদ্ধতি পরিচালিত হচ্ছে, কোথাও কোন ত্রুটি দেখা দিয়েছে কিনা, কোথাও প্রশ্নপত্র ফাঁস কিংবা গণ টোকাটুকির ঘটনা ঘটছে কিনা তা দ্রুততার সাথে পর্ষদের কাছে খবর পৌঁছে দেওয়া যাবে। পূর্বে বাংলার প্রত্যন্ত এলাকাতেও যদি এই ধরনের সমস্যা ঘটত তাহলে পর্ষদের কাছে খবর পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগতো। কিন্তু এবার আর সময়ের অজুহাত থাকছে না।

২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তাই পর্ষদের তরফ থেকে আগামী ১২ ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন পদস্থ আধিকারিকদের এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে বোঝানো হবে। আর তারপর দায়িত্বপ্রাপ্তরা নিজেদের মোবাইলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন।

অ্যাডমিট কার্ডের ত্রুটি সংশোধন

মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Admit Card) নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে স্পষ্ট জানানো হয়েছে, ১৩ ফেব্রুয়ারি থেকে পর্ষদের যে ক্যাম্প অফিসগুলি রয়েছে সেখানে অ্যাডমিট কার্ড পাঠানো হবে। ওই ক্যাম্প অফিস থেকে অফিসিয়াল টাইমে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন স্কুলের প্রধান শিক্ষক অথবা তাঁর প্রতিনিধি। আর তারপরে ১৫ ফেব্রুয়ারি থেকে প্রত্যেকটি স্কুলে ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

যদি কোন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডের তথ্যের ভুল থাকে অথবা প্রিন্টিংয়ে গন্ডগোল হয়, সেক্ষেত্রে জানাতে হবে পর্ষদকে। অ্যাডমিট কার্ড সংক্রান্ত যে কোন অভিযোগ আগামী ২০ তারিখের মধ্যেই জানাতে হবে মধ্যশিক্ষা পর্ষদে। ২০ তারিখের পর আর কোনো রকম অভিযোগ নেওয়া হবে না বলেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ওই নির্দেশিকাতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version