Purba Bardhaman: ক্ষিপ্ত জনতার রোষের শিকার ট্রাফিক পুলিশ, তুমুল ভাঙচুর চলল কিয়স্কে

।। প্রথম কলকাতা ।।

Purba Bardhaman: পূর্ব বর্ধমানে পথ দুর্ঘটনার কারণে এক সাইকেল আরোহীর মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হল। আর এই উত্তেজনার বশে জনসাধারণের রাগের শিকার হলেন ট্রাফিক পুলিশ সহ সিভিক ভলেন্টিয়াররা। ওই সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার নবাব হাট (Nababhut) মোড় রীতিমত রণক্ষেত্রের চেহারা ধারণ করে। আম জনতার মারধরের ফলে গুরুতর আহত হন এক ট্রাফিক পুলিশ সহ একজন সিভিক ভলেন্টিয়ার। তাদেরকে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে।

স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার সকালের দিকে একজন সাইকেল আরোহী নবাবহাট মোড় দিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমকা একটি তেলের ট্যাঙ্কার এসে ধাক্কা মারে তাকে এবং সেই ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। এই দুর্ঘটনার জন্য স্থানীয় বাসিন্দারা সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। তাদের অভিযোগ, প্রতিদিন সিভিক পুলিশ (Civic Volunteer) নবাবহাট মোড়ে বড় বড় গাড়িগুলি থেকে তোলা তুলে চলেছে। আর তাদের টাকা না দেওয়ার জন্য আরও দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করছে চালক।

যার কারনে এই দুর্ঘটনাগুলি ঘটছে। ওই সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় এদিন রীতিমত ট্রাফিক পুলিশের কিয়স্ক (Traffic Police Kiosk) ভাঙচুর করে আমজনতা। পরিস্থিতি ক্রমশ হাতের নাগালের বাইরে বেরিয়ে যাওয়ার কারণে সেখানে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী । ব্যারিকেড দিয়ে গোটা এলাকা ঘিরে দেওয়া হয়। শুধুমাত্র ভাঙচুর নয় ব্যাপক মারধর করা হয় সামনে থাকা পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের। ভেঙে দেওয়া হয় পুলিশের দুটি বাইক এছাড়াও একাধিক চেয়ার গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় আহত হয়েছেন ট্রাফিক পুলিশ কর্মী মুক্তিদাতা দাস এবং গ্রিন ভলেন্টিয়ার সোমনাথ ভট্টাচার্য। অন্যদিকে মৃত ওই সাইকেল আরোহীর পরিচয় জানার চেষ্টা করছে স্থানীয় থানার পুলিশ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version