Tiger Attack: সোজা নৌকায় ঝাঁপ বাঘের, শত চেষ্টার পরেও প্রাণ খোয়ালেন মৎস্যজীবী

।। প্রথম কলকাতা ।।

Tiger Attack: সুন্দরবন অঞ্চলে বাঘের আক্রমণ একেবারেই নতুন কোন বিষয় নয়। তবে এই বাঘের থাবায় প্রাণ হারিয়েছেন বহু মৎস্যজীবী (Fisher Man)। সেই তালিকায় এবার আরও এক মৎস্যজীবীর নাম জুড়ল। সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া শিকার করতে গিয়ে বাঘের কবলে পড়েন ওই মৎস্যজীবীদের দল। মুহূর্তের মধ্যে চোখের নিমেষে জঙ্গল থেকে এক লাফে সোজা নৌকার উপরে চড়ে বসে বাঘটি। আর তারপর কামড় বসায় মৎস্যজীবীর শরীরে। এই ঘটনায় তাকে জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মৎস্যজীবী।

পরিবার সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই মৎস্যজীবীর নাম সঞ্জয় চক্রবর্তী। মোটামুটি দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) নগেনবাদের ওই অঞ্চলেরই বাসিন্দা হলেন সঞ্জয়। গত শুক্রবার সকালে পশুপতি সর্দার, সমর হালদার এবং পূর্ণ দাসের সঙ্গে নৌকায় চড়ে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া শিকার ধরতে গিয়েছিলেন তাঁরা। এমন সময় জঙ্গলে ফাঁদ পেতে থাকা বাঘ লাফিয়ে নৌকার উপর চড়ে বসে। আর মুহূর্তের মধ্যে সঞ্জয়ের ঘাড়ে কামড় বসায়। সেই সময় বন্ধুকে বাঁচাতে বাঘের (Tiger) সঙ্গে লড়াই করেন অন্যান্য মৎস্যজীবীরা।

তাদের অসীম সাহসিকতায় বাঘের কবল থেকে ছাড়ানো সম্ভব হয় সঞ্জয়কে। তাকে নিয়ে আসা হয় মৈপীঠ কোস্টাল এলাকায়। সেখানে প্রাথমিক চিকিৎসা করানো হয়। আর তারপর কলকাতার পি জি হাসপাতালে ভর্তি করা হয়। সুন্দরবনের জঙ্গলে (Sundarban Forest) ওই মরণপণ লড়াইয়ের পর যদিও বা সঞ্জয়কে বাঁচানো সম্ভব হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি। রবিবার ভোররাতেই মৃত্যু হয় ওই মৎস্যজীবীর। সঞ্জয় চক্রবর্তীর দাদা সমর চক্রবর্তী জানান, তিনি চাষের কাজ করেই সংসার চালাতেন । কিন্তু বিগত কয়েক মাস আগে তাঁর স্ত্রীর এক অসুখ ধরা পড়ে। যার চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে বাধ্য হয়েই তাকে কাঁকড়া শিকার করতে যেতে হয়েছিল। আর তাতেই এমন করুণ পরিণতি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version