।। প্রথম কলকাতা ।।
Weather Update: ঘাম ধরছে দরদর করে ! বাধ্য হয়ে এসি চালাতে হচ্ছে। এই রে ভোগান্তির তবে কি শুরু? গত বছরের রেকর্ড গরমের কথা মনে আছে? এদিকে আবহাওয়া দফতর যে ওয়ার্নিংটা দিয়েই দিল। এবার কী গরমে ৫০ ডিগ্রি তাপমাত্রার পারদ ছোঁবে কলকাতা? তবে এই জেলাগুলি আপাতত শান্তিতেই থাকবে। কারণ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলার কোন কোন জেলা ভিজবে আগামী কয়েকদিন?একনজরে আপনার এলাকার আবহাওয়ার আপডেট জানুন।
বসন্তের কলকাতায় এক লাফে হুড়মুড়িয়ে বেড়ে গেল তাপমাত্রা। গতবছর কলকাতায় কখনও তাপমাত্রা চল্লিশের গণ্ডি ছাপিয়ে গিয়েছে। কখনও পারদ থেকেছে চল্লিশের একেবারে দোরগোড়ায়। বাঁকুড়ায় প্রায় ৪৫। গরমের সব রেকর্ড ভেঙে দিয়েছিল গত বছরের জুলাই । এবার কোন বিপদ অপেক্ষা করছে? আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বাড়বে। আগামী দু-তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। তবে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।কিন্তু সব জেলার ক্ষেত্রে নয়।
উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হতে পারে। কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ফের বাড়বে বৃষ্টি। শনিবার সমগ্র দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কেননা ওই দিন সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রবিবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাতে। তবে জানা যাচ্ছে বৃষ্টি হলেও গরম কিন্তু বেড়েই চলবে।
https://fb.watch/qQQSKA19xZ/?mibextid=NTRm0r7WZyOdZZsz
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরে। সপ্তাহের শেষে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অল্প বৃষ্টির সম্ভাবনা উত্তরে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির হতে পারে। আপাতত তাপমাত্রা বাড়বে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই তাপমাত্রায় বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। ফলে শীতের চাদর ছেড়ে এবার ধীরে ধীরে গরমের হাসফাঁসানির দিকে যাচ্ছে রাজ্যের আবহাওয়া! তবে এবছর সর্বোচ্চ পারদ কত ডিগ্রি ছুঁতে পারে তা এখনও জানা যায়নি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম