।। প্রথম কলকাতা ।।
Russia-Ukraine War: কোথায় রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ (Russia-Ukraine War) আর কোথায় দোল খেলা! এই দুই পরিস্থিতির মাঝে বিস্তর দূরত্বের ফারাক। দোলের দিন মায়াপুরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষত ভুলে একে অপরকে আবিরে রাঙালেন রাশিয়ার রাধা আর ইউক্রেনের কেশব। যেখানে যুদ্ধের বিন্দুমাত্র ছায়া নেই, উপরন্তু আছে শান্তি আর সম্প্রীতির বার্তা।
প্রায় এক বছর হয়ে গেছে, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এখনো অব্যাহত। এই যুদ্ধে না রাশিয়া জিতেছে, না ইউক্রেন হেরেছে। এখনো পর্যন্ত দুটো দেশ কোন সমাধানমূলক সিদ্ধান্তে আসতে পারেনি। গোটা বিশ্বজুড়ে এই যুদ্ধকে কেন্দ্র করে রাজনৈতিক থেকে শুরু করে অর্থনৈতিক তরজা তুঙ্গে। এমনকি পশ্চিমা দেশগুলির মধ্যে শুরু হয়ে গিয়েছে দল ভাগাভাগি। যুদ্ধের জেরে পশ্চিমা দেশের কাছে এক ঘরে হয়েছে রাশিয়া। ব্যবসা-বাণিজ্যের জন্য নির্ভর করতে হয়েছে এশীয় দেশগুলির উপর। এই যুদ্ধের ক্ষত মনে রাখেনি দুই দেশের আমজনতার অনেকেই, যার প্রমাণ মায়াপুরের এক দৃশ্য।
দোলযাত্রা উপলক্ষে রঙের খেলায় মেতেছে বঙ্গবাসী। সেখানে যুদ্ধের ক্ষত ভুলে রাশিয়ার রাধা আর ইউক্রেনের কেশব একে অপরকে আবিরের রঙে রাঙালেন। এই অপূর্ব দৃশ্য নদিয়ার মায়াপুরের। প্রতিবছর নদিয়ায় নবদ্বীপের মায়াপুরে ধুমধাম করে দোল উৎসব পালিত করা হয়। এখানে রয়েছেন রাশিয়ার বাসিন্দা রাধা আর ইউক্রেনের কেশব। তারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছেন। দুই দেশের মধ্যে এক বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চললেও সেই যুদ্ধের ক্ষত দোল যাত্রায় বিন্দুমাত্র প্রভাব ফেলেনি। তারা একে অপরের সঙ্গে সংকীর্তনে মেতে উঠেছেন। আনন্দ সহকারে যোগ দিয়েছেন দোল উৎসবে। উপরন্তু রাধা এবং কেশবের মধ্যে দুই দেশের এই যুদ্ধে নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে। তারা চান এই যুদ্ধ বন্ধ হোক।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম