দিল্লিতে চীনা ব্যাগের রহস্য ফাঁস! ২০টা ব্রিফকেস ভর্তি কী ছিল ? নাটক করে লাভ হল না

।। প্রথম কলকাতা ।।

জি২০তে চীনের বড় নাশকতার ছক দিল্লিতে। হাতেনাতে পড়ল ধরা দিল্লির হোটেলে একটা নয় চীনা প্রতিনিধির ২০ টা ব্যাগ থেকে চাঞ্চল্যকর একের পর এক জিনিস উদ্ধার শি জিনপিং কাকে ঠিক কী উদ্দেশ্যে পাঠিয়েছিলেন ভারতে? পাকিস্তানের দেখানো পথে হাঁটছে বেজিং। ভারতের মাটিতে তাহলে নাশকতার ছক নাকি গুপ্তচরবৃত্তির চেষ্টা? প্রথমে যা রিপোর্ট এসেছিল এটা তার থেকে ভয়ানক। দিল্লির হোটেলে যা ঘটে গেল সেটা জানাটা প্রয়োজন। চীন থেকে ব্যাগে করে খতরনাক যন্ত্রপাতি দিল্লিতে কেন বয়ে আনা হল এবার? হোটেলে সেই ব্যাগ স্ক্যানারে ঢোকানোয় বাধা দিল চীনা প্রতিনিধিরা কেন? টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট বলছে প্রথমে এধরণের একটা ব্যাগের খবর পাওয়া গেলেও আসলে সেই সংখ্যাটা নাকি ২০। হ্যাঁ চীন থেকে বয়ে আনা ২০টা ব্যাগ থেকে সন্দেহজনক যন্ত্রপাতি উদ্ধার হয়েছে বলে খবর।

লক্ষ্য করে দেখুন এবারের জি২০ সম্মেলনে কিন্তু বেশ সংযত থাকতেই দেখা গিয়েছিল চীন ও চীনের পিএমকে। কোনও হুঁশিয়ারি নয় কোনও গর্জন করতে শোনা যায়নি তাদের। যেন জিনপিং শিখিয়ে পড়িয়েই পাঠিয়েছিলেন। কোনও ধরণের বিতর্ক এবার তারা তৈরি করবেন না কিন্তু তারই মাঝে উঠে এল এমন খবর। দিল্লির যে ফাইভস্টার হোটেলে চীনা প্রতিনিধি ব্যাগ ঘিরে রীতিমত তৈরি হয় আতঙ্কের পরিস্থিতি। সূত্রের খবর, হোটেলে চেক ইন করার সময়ই তাঁর ব্যাগের আকৃতি দেখে সন্দেহ হয়েছিল নিরাপত্তা কর্মীদের। সেই সময় তারা অনুরোধ করেন সেই ব্যাগ খুলে দেখাতে। নয়ত ব্যাগগুলো স্ক্যানার মেশিনে বসাতে কিন্তু জানা যায় তার কোনওটাই করতে চাননি চীনা কূটনৈতিকরা। শেষে কূটনৈতিক সৌজন্যের কারণে হোটেল কর্তৃপক্ষ ব্যাগ নিয়ে কথা বাড়াননি।

তারপর যা ঘটল তা শুনে রীতিমত অবাক ওয়াকিবহাল মহল। হোটেলের কর্মীরা রুম সাফাই করতে গিয়ে লক্ষ্য করেন চীনা প্রতিনিধির সেই ব্যাগে এমন কিছু রহস্যজনক যন্ত্র রয়েছে যেগুলি আগে তারা কখনও দেখেনি। তাছাড়াও প্রশ্ন ওঠে চীনের বিদেশ মন্ত্রকের আধিকারিকের ব্যাগে যন্ত্রপাতি কেন? ভারতের জি২০ সম্মেলনে যোগ দিতে এসে যন্ত্রপাতি দিয়ে এমন কী করার চেষ্টা ছিল? হোটেল কর্মীরা সঙ্গে সঙ্গে বিষয়টি কর্তৃপক্ষকে জানান খবর যায় সোজা দিল্লি পুলিশ-সহ ভারতের নিরাপত্তা এজেন্সিগুলির কাছে। দ্রুত ছুটে আসেন নিরাপত্তা আধিকারিকেরা। কিন্ত তারপরই শুরু হয় নাটক বেঁকে বসেন সেই চীনা কূটনীতিক। কূটনৈতিক সুরক্ষার কথা বলে ব্যাগ তল্লাশিতে আপত্তি তোলেন। ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে থাকেন। এইভাবে ১২ ঘণ্টা কেটে যায়।

হোটেলের ৬ তলায় চীনা কূটনীতিকের ঘর রীতিমত ঘিরে রাখে ভারতের নিরাপত্তা সংস্থার আধিকারিকরা। জানা যায় ভিয়েনা কনভেনশনের নিয়ম মেনে দিল্লি এয়ারপোর্টে চেক করা হয়নি কূটনীতিবিদদের ব্যাগগুলি। শেষমেষ ওই ব্যাগ আর ফেরত নিয়ে যেতে দেওয়া হয়নি। ঠিক কী কী যন্ত্রপাতি বা মেশিন ছিল সেই ব্যাগে জানা যায়নি এখনও। এখন চীনের বিদেশমন্ত্রক এ নিয়ে কী বিবৃতি দেয় তার অপেক্ষা রয়েছে দিল্লি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version