Park Street : বড়দিন-বর্ষবরণকে কেন্দ্র করে চলছে তোড়জোড়, পার্কস্ট্রিটে কড়া নজরদারি পুলিশের

।। প্রথম কলকাতা ।।

Park Street : মাঝে আর একটা দিন বাকি। তারপরেই বড়দিনের উৎসব শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই বড়দিন (Christmas) এবং বর্ষবরণকে (New Year) কেন্দ্র করে পার্কস্ট্রিট ও সংলগ্ন অন্যান্য এলাকা গুলি সেজে উঠেছে আলোয়। আগামীকাল থেকেই পার্ক স্ট্রিটে (Park Street) আলোকসজ্জা দেখতে এবং পছন্দের জায়গা ঘুরতে জনসাধারণের ভিড় রাস্তায় দেখতে পাওয়া যাবে। আর এই ভিড়ের কারণে যাতে পার্কস্ট্রিট বা আশেপাশের রাস্তায় কোন রকম যানজট সৃষ্টি না হয় সেই দিকে কড়া নজর রাখবে কলকাতা পুলিশ (Kolkata Police)। ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে পার্ক স্ট্রিটের নিরাপত্তায় মোতায়েন করা হবে দেড় হাজার পুলিশ। আর বর্ষবরণের রাতে তা দ্বিগুণ হয়ে দাঁড়াবে।

বড়দিন এবং বর্ষবরণকে কেন্দ্র করে ২৫ ও ৩১ ডিসেম্বর কয়েক লক্ষ মানুষের জমায়েত হতে পারে পার্কস্ট্রিট এবং তার আশেপাশের অঞ্চল গুলিতে। কাজেই পার্ক স্ট্রিটে কেউ কোনো রকম গাড়ি পার্ক করতে পারবেন না। এই বিষয়টি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। গাড়ি পার্ক করতে হবে ক্যামাক স্ট্রিট ও রাসেল স্ট্রিটে। যদি ওই দুটি রাস্তায় গাড়ির পরিমাণ অনেক বেড়ে যায় তাহলে তৎসংলগ্ন অন্য রাস্তা গুলিকে পার্কিংয়ের জন্য ব্যবহার করা হবে। আর সেই পার্কিং স্পট থেকে প্রত্যেকে হেঁটে পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে যেতে হবে।

নিরাপত্তায় যাতে কোনরকম ফাঁক না থাকে তার জন্য পার্ক স্ট্রিট ও আশেপাশের অঞ্চল গুলিকে প্রায় দশটি সেক্টরে ভাগ করে নেওয়া হয়েছে। প্রত্যেকটি সেক্টরে একজন ডিসি থাকবেন এবং তার সঙ্গে প্রয়োজন অনুযায়ী থাকবেন একজন বা দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এছাড়াও থাকবেন একাধিক পুলিশ কর্মীরা। জনসাধারণের সাহায্যের জন্য ব্যবস্থা রাখা হবে নয়টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের। এছাড়াও ওই এলাকা জুড়ে পাঁচটি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে। রাস্তার পাশে থাকা বড় বড় বিল্ডিং গুলির ছাদ থেকে বাইনাকুলার দিয়ে নজরদারি চলবে পুলিশের। এমনটাই জানা গিয়েছে লালবাজার (Lalbazar) সূত্রে।

পার্ক স্ট্রিট ও শেক্সপিয়ার সরণি অঞ্চলে যে রেস্তোরাঁ এবং পানশালা গুলি রয়েছে তাদের ম্যানেজারদের সঙ্গে পুলিশ প্রশাসন বৈঠকে বসবে বলে জানা গিয়েছে। বড়দিন ও বর্ষবরণ এর রাতে যাতে পানশালা গুলির ভেতরে এবং বাইরে একাধিক সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা যায় সেই দিকটি আলোচনা করে দেখা হবে। এছাড়াও মহিলারা যাতে উৎসবের মরশুমে ইভটিজিং বা শ্লীলতাহানির শিকার না হন সেদিকে খেয়াল রেখে মহিলা পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। ২৪ এবং ২৫ ডিসেম্বর রাতে পরিবহন দফতরের তরফ থেকে বিশেষ যাতায়াত ব্যবস্থা করা হয়েছে।

পার্ক স্ট্রিট থেকে হাওড়া শিয়ালদা সহ শহরের বিভিন্ন দিকে পৌঁছে দেবে সরকারি বাসগুলি। রাত আটটা থেকে এই পরিষেবা শুরু হবে এবং মাঝরাতে পর্যন্ত চলবে। অর্থাৎ সবমিলিয়ে প্রায় তিন হাজার পুলিশের কড়া নজরদারিতে ঘিরে থাকবে পার্ক স্ট্রিটের ক্রিসমাস ও নিউ ইয়ার সেলিব্রেশন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version