Car Accident : রাস্তা ছেড়ে ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি, জখম পুলিশ কনস্টেবল সহ পথচারী

।। প্রথম কলকাতা ।।

Car Accident : শহর কলকাতায় রবিবারের দুপুরে এক বড়সড় দুর্ঘটনা। ভরদুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে সোজা ডিভাইডারের উপরে উঠে পড়ল বেপরোয়া গাড়ি। গুরুতর জখম এক পুলিশ কনস্টেবলসহ একাধিক পথচারী। ঘটনাটি ঘটে বেঙ্গল কেমিক্যালসের সামনে। গাড়িটির গতি যথেষ্ট বেশি ছিল বলেই জানা গিয়েছে । ঘটনাটি ঘটে রবিবার দুপুর তিনটে নাগাদ। বেলেঘাটা ব্রিজ থেকে উল্টোডাঙার দিকে যাওয়ার সময় গাড়িটি হারিয়ে ফেলে তার নিয়ন্ত্রণ।

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, একটি চারচাকা গাড়ি বেলেঘাটা ব্রিজ থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল। বেঙ্গল কেমিক্যালস মোড়ের কাছে ইএম বাইপাসে যখন গাড়িটি এসে পৌঁছায় তখন আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথম থেকেই গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল বলে সেটি সোজা রাস্তা ছেড়ে ডিভাইডারের উপরে উঠে পড়ে। স্থানীয় সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ওই ডিভাইডারের কাছে বেশ কিছু পথচারী দাঁড়িয়েছিলেন। তাঁরা রাস্তা পার করার জন্য অপেক্ষা করছিলেন। গাড়িটি তাদেরকে গিয়েই ধাক্কা মারে।

এই ঘটনায় আহত হন চার থেকে পাঁচজন পথচারী। এছাড়াও পুলিশ সূত্রের খবর এক পুলিশ কনস্টেবল গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। প্রত্যেকেই বর্তমানে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুধুমাত্র পথচারী এবং কনস্টেবল নন ওই গাড়ি চালক নিজেও আহত হন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ড। ঘাতক ওই গাড়িটি কোনভাবে ব্রেক ফেল করেছিল নাকি অত্যাধিক গতিতে চালানো ফলে এই বিপদ নেমে আসে সেটাই বর্তমানে খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত এলাকায় শনিবার রাতের নাগা চেকিং চলাকালীন প্রচন্ড গতিতে আসা এক যাত্রী বোঝাই গাড়ির ধাক্কায় প্রাণ হারান কর্তব্যরত কনস্টেবল। আহত হন দুজন সিভিক ভলেন্টিয়ার।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version