।। প্রথম কলকাতা।।
Kolkata Parking Problem: শহর কলকাতার রাজপথ অত্যন্ত ব্যস্ত থাকে প্রতিদিন। একথা অস্বীকার করার জায়গা নেই । আর এটি একেবারেই নতুন নয় । কিন্তু শহরের ব্যস্ত রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে পথযাত্রীদের। আরও বাড়ছে যানজটের সমস্যা। এমনকি বিভিন্ন স্কুল গুলির সামনে একাধিক গাড়ি পার্ক করে রাখায় স্কুলের সামনের রাস্তা দিয়ে চলাচল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অতীতে যদিও এই সমস্যা সমাধানে একাধিক পদক্ষেপ নিয়েছিল কলকাতা ট্রাফিক পুলিশ। কিন্তু তাতে বিশেষ সুবিধা হয়নি। তাই এবার নয়া দাওয়াই কলকাতা পুলিশের।
লালবাজার সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শহর জুড়ে যেখানে যেখানে বেআইনি পার্কিং গজিয়ে উঠেছে তার একটি তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করতে হবে। এই দায়িত্ব দেওয়া হয়েছে শহরের ২৫টি ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জদের। একই সঙ্গে লালবাজারের ট্রাফিক বিভাগের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এবার শহরে গাড়ি পার্কিং সংক্রান্ত কোনো সমস্যা সামনে আসলেই সর্বপ্রথম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে বিষয়টি কলকাতা পুর নিগমের নজরে আনা হবে বলেও জানানো হয়েছে।
কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে জানা যায়, এবার শহরে যে কোন প্রান্তে বেআইনি পার্কিং এবং রাস্তায় যত্রতত্র পার্কিংয়ের সমস্যা দেখা দিলে যে কোন সাধারণ মানুষ ১০০ ডায়াল করে জানাতে পারবেন। তারপরেই যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। অভিযোগ পাওয়ার পর সর্বপ্রথম তার সত্যতা খতিয়ে দেখা হবে । আর অভিযোগ যদি সত্য হয় তবে অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে। এক কথায়, শহর কলকাতাকে বেআইনি পার্কিং মুক্ত করতে এবার জোরকদমে কাজে নেমেছে কলকাতা ট্রাফিক পুলিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম