Market Price: শীত পড়তেই দাম কমছে সবজির, এক নজরে দেখুন দরদাম

।। প্রথম কলকাতা ।।

Market Price: দাম কমেছে সবজির, মুনাফা লুটছে পাইকাররা। সবজির দাম প্রচুর কমলে উপকৃত হন বহু সাধারণ মানুষ। কিন্তু ক্ষতির বোঝা দিনের পর দিন বাড়তে থাকে কৃষকদের ঘাড়ে। কারণ তারা কষ্টের ফসলের দাম যথাযথ ভাবে পান না। সে ক্ষেত্রে বেশিরভাগ লাভের টাকা পকেটে যায় পাইকারদের। সবজির বাজার দর আগের থেকে তুলনামূলকভাবে অনেকাংশে কমেছে। ১০০ টাকার মধ্যেই বেশ ভালোরকম বাজার হয়ে যেতে পারে। এক নজরে দেখে নিন কেমন দরদাম যাচ্ছে।

কুমড়ো – ২২ থেকে ২৭ টাকা
কাঁচা লঙ্কা – ৬০ থেকে ৭০ টাকা
বাঁধাকপি- ১৫ থেকে ২৫ টাকা
শশা – ৬০ থেকে ৭০ টাকা
গাজর- ৪৫ থেকে ৫৫ টাকা
বিন কড়াই- ৪৫ থেকে ৫৫ টাকা
টমেটো- ২৫ থেকে ৪০ টাকা কেজি
ধনেপাতা – ২০ থেকে ৩০ টাকা ( বান্ডিল ৩ থেকে ৫ টাকা )
করোলা – ৪০ থেকে ৫৫ টাকা
পিয়াঁজকলি – ৭০ থেকে ৮০ টাকা
বেগুন- ২৫ থেকে ৪০ টাকা
ফুলকপি – ১০ থেকে ২০ টাকা পিস
ব্রোকলি- ২০ থেকে ৩০ টাকা পিস
বিট – ৩৫ থেকে ৪০ টাকা
সিম – ২৫ থেকে ৩৫ টাকা
মটরশুঁটি- ৯০ থেকে ১০০ টাকা
নতুন আলু- ২০ থেকে ২২টাকা
পুরনো আলু- ১৫ থেকে ১৭ টাকা
পিঁয়াজ – ৩৫ থেকে ৫০ টাকা
আদা- ৫০ থেকে ৬৫ টাকা
রসুন – ৫০ থেকে ৬০ টাকা
ক্যাপসিকাম – ৬৫ থেকে ৭৫ টাকা
লাউ – ২৫ থেকে ৩৫ টাকা পিস
ওলকপি – ৭ থেকে ১০ টাকা পিস
বিট – ৩৫ থেকে ৪৫ টাকা
পাতি লেবু – ২ থেকে ৩ টাকা পিস
( দাম প্রতি কেজি অনুসারে)
** অঞ্চল ভেদে দামের পার্থক্য রয়েছে

যে ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে সেক্ষেত্রে অন্যান্য জিনিসের দাম বাড়লে তার প্রভাব কাঁচা বাজারেও পড়বে। বিশেষ করে তেল এবং রান্নার গ্যাসের দাম বাড়লে তার প্রভাব কমবেশি পুরো বাজারেই পড়তে পারে। সাধারণত শীতকালে কম দামে সবজি পাওয়া যায়, তবে এই শীতের শুরুতেই যে ভাবে বিক্রেতারা দর হাঁকাচ্ছিলেন, স্বাভাবিকভাবেই হিমশিম খেয়ে ছিলেন বহু মানুষ। এখন দাম কিছুটা হলেও কমেছে। শীত জাঁকিয়ে পড়লে সবজির দাম কোথায় দাঁড়ায় এবার তাই দেখার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version