Market Price: শীত কমতেই বাড়ছে সবজির দর! এক নজরে দেখুন কার কত দাম

।। প্রথম কলকাতা ।।

Market Price: কখনো ঠান্ডা, কখনো একটু গরম আবহাওয়া। এই আবহে সবজির দামে (Vegetable Price) ব্যাপক রদবদল ঘটছে। কিছু কিছু সবজির দাম কমলেও বেশ কয়েকটি সবজির দাম বেশ ঊর্ধ্বমুখী। সেই তালিকায় রয়েছে সজনে ডাটা, পেঁয়াজ কলি, করলা প্রভৃতি। বাজারে এখন ফুলকপি, বিন, টমেটো, গাজর, ধনেপাতা, টমেটো এই ধরনের সবজির (Vegetable) চাহিদা প্রচুর। চাহিদার কারণে দামে বিস্তর ফারাক ঘটেছে। বিশেষ করে যারা দিন আনেন দিন খান তারা বেশ বিপাকে পড়েছেন। অধিকাংশ সবজির দাম এখন কেজি প্রতি ৩০ টাকার কাছাকাছি ঘোরাঘুরি করছে। খুচরো সবজি বাজারে অঞ্চল ভেদে দামের বিশেষ পার্থক্য রয়েছে। যেদিকে একটু চাষ হয় সেদিকে সবজির দাম জলের দরে বিকোচ্ছে, আবার শহর ঘেঁষা এলাকাগুলিতে সবজির দাম বেশ চড়া। খুচরো বাজারে দাম যাই থাকুক না কেন আখেরে লাভ হচ্ছে না চাষিদের। মাথার ঘাম পায়ে ফেলে চাষ করার পর জলের দরে পাইকারদের কাছে সবজি বিক্রি করতে হচ্ছে। অপরদিকে মোটা মুনাফা গুনছেন পাইকাররা। কলকাতা (Kolkata) কিংবা কলকাতার আশেপাশে এলাকায় খুচরো বাজারে সবজির দর কেমন যাচ্ছে একবার দেখে নিন।

কুমড়ো – ১৫ থেকে ২০ টাকা
কাঁচা লঙ্কা – ৬০ থেকে ৭০ টাকা
বাঁধাকপি- ৫ থেকে ১০ টাকা পিস
শশা – ৪০ থেকে ৫০ টাকা
গাজর- ২৫ থেকে ৩৫ টাকা
বিন কড়াই- ২৫ থেকে ৩৫ টাকা
টমেটো- ১৫ থেকে ২৫ টাকা কেজি
ধনেপাতা – ১৫ থেকে ২০ টাকা ( বান্ডিল ২ থেকে ৪ টাকা )
করোলা – ৫৫ থেকে ৭০ টাকা
মুলো- ৩ থেকে ৫ টাকা পিস
পিয়াঁজকলি – ৬০ থেকে ৭০ টাকা
বেগুন- ২০ থেকে ৩০ টাকা
ফুলকপি – ১০ থেকে ১৫ টাকা পিস
বিট – ১৫ থেকে ২৫ টাকা
সিম – ২৫ থেকে ৩৫ টাকা
মটরশুঁটি- ৩৫ থেকে ৪০ টাকা
নতুন আলু- ১২ থেকে ১৩ টাকা
পুরনো আলু- ১২ থেকে ১৪ টাকা
চন্দ্রমুখি আলু – ১৭ থেকে ২০ টাকা
পিঁয়াজ – ৩০ থেকে ৪৫ টাকা
আদা- ৮০ থেকে ১০০ টাকা
রসুন – ৮০ থেকে ৯০ টাকা
ক্যাপসিকাম – ৩৫ থেকে ৪০ টাকা
কচু – ৩৫ থেকে ৪০ টাকা
কাঁচকলা – ৪ থেকে ৫ টাকা পিস
ওলকপি – ৩ থেকে ৫ টাকা পিস
( খুচরো বাজারে দাম প্রতি কেজি অনুসারে )
*** অঞ্চলভেদে দামের পার্থক্য রয়েছে

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version