Gas Cylinder Price: স্বস্তি দিয়ে এক ধাক্কায় কমল গ্যাসের দাম! আপনার শহরে কত?

।। প্রথম কলকাতা ।।

Gas Cylinder Price: জ্বালানির ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি। এক ধাক্কায় কমল এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের দাম। ২০২৩ এর পয়লা এপ্রিল(April) থেকে শুরু হয়েছে ২০২৪ সালের অর্থবর্ষ। বহু ক্ষেত্রে নানান পরিবর্তন এসেছে। কিছু কিছু জিনিসের দাম বেড়েছে, আবার কিছু কিছু জিনিসের দাম কমেছে। এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়েছে। যদিও শুধু বাণিজ্যিক সিলিন্ডারের (Commercial Cylinder) ক্ষেত্রে দামের পরিবর্তন হয়েছে, গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোন পরিবর্তন হয়নি।

এর আগে গ্যাস সংস্থাগুলি মার্চ মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়িয়েছিল প্রায় ৩৫০ টাকা। এবারে দাম কমেছে দিল্লিতে ৯২ টাকা, কলকাতায় ৮৯.৫০ টাকা। তাই অনেকেই প্রশ্ন তুলছে, দাম বাড়িয়ে আবার কমানো হল। এখানে লাভ হল কতটা? ১ এপ্রিল থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হয়েছে ২০২৮ টাকা। মুম্বাইতে ১৯৮০ টাকা, চেন্নাইতে ২১৯২.৫০ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম ২১৩২ টাকা।

মাত্র কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উজ্জ্বলা যোজনা গ্যাসের ভর্তুকি বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে উজ্জ্বলা যোজনার অধীনে যারা ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের সুবিধা পেয়ে থাকেন তাদের দুশো টাকা করে ভর্তুকি আরও এক বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। এই সুবিধা পাওয়া যাবে ২০২৪ এর মার্চ পর্যন্ত। অপরদিকে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। কিছুদিন আগেই প্রায় ৫০ টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের খরচ ১১২৯ টাকা। প্রতিমাসের ১ তারিখে দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি এলপিজির দাম নির্ধারণ করে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version