Egg Price Hike: পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দাম, বাজার করতে কালঘাম ছুটছে মধ্যবিত্তের

।। প্রথম কলকাত ।।

Egg Price Hike: জিনিসপত্রের দাম বাড়ছে তরতরিয়ে। মাসের শেষে বাজারে ঢুকতে বুক কাঁপছে মধ্যবিত্তের।অগ্নিমূল্য বাজারে উর্দ্ধমুখী দাম সব জিনিসের। শাকসবজি থেকে মাছ আগুন দাম সব জিনিসের। বাজারে গেলেই নিমেষে খরচ হচ্ছে। মাথায় হাত মধ্যবিত্তের। অন্যদিকে এখন যতদিন যাচ্ছে ততই দাম বাড়ছে ডিমের৷ ডিসেম্বরের শুরু থেকেই ক্রমশ বাড়ছে ডিমের দাম। প্রতি পিস ডিম বিক্রি হয় সাড়ে ৭ টাকায়। মাঝ ডিসেম্বরেও কমছে না ডিমের দাম। বিভিন্ন বাজারে ডিমের দাম পৌঁছেছে ৮ টাকায়। অনেকেই বলছেন মূলত মুরগি পালনের খরচ বৃদ্ধি হচ্ছে। এর পাশাপাশি পরিবহন খরচ, সামগ্রিক বাজারে মূল্যবৃদ্ধির কারণেও ডিমের পাইকারি রেট বাড়ছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বড়দিনের কেকের জন্য বিভিন্ন ছোট-বড় বেকারি আগাম বুক করে রেখেছে ডিমের চালান। তাই বাজারে সাধারণ ক্রেতাদের জন্য ডিম আসছে কম।

শীত পড়ল কি পড়ল না, বেড়ে গেল অত্যন্ত প্রয়োজনীয় খাবারের দাম। ক্রিস্টমাস ডে রয়েছে এই মাসেই। এই সময় মানুষজন কেক কেনেন। কিন্তু পরিস্থিতি যা দাঁড়াল তাতে ডিম কিনতেও চাপে পড়লেন। কেক কিনতে গেলেও চাপে পড়বেন। প্রসঙ্গত, ব্যবসায়ীদের দাবি, রাজ্যের ডিম আসে অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা থেকে। ওখানে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়েছে। ওই দুই রাজ্যেই এখন কঠিন পরিস্থিতি। আর তার প্রভাব পড়েছে আমদানি রফতানিতেও। শীতে ডিমের চাহিদা থাকে অত্যন্ত বেশি। আবার সামনেই ক্রিসমাস। এই পরিস্থিতিতে ডিমের চাহিদা তুঙ্গে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version