Potato Price high: দামের ছ্যাঁকায় ‘আলু সেদ্ধ’ বাঙালি, পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দামও

।। প্রথম কলকাতা ।।

Potato Price high: বাঙালির ‘সাধের’ আলুর বেড়েছে দাম। আলু কিনতে গিয়ে রীতিমত জেরবার অবস্থা হচ্ছে মধ্যবিত্তের। শুধু তাই নয় মিগজাউমের প্রভাব পড়ল ডিমের দামেও। ফের ঊর্ধ্বমুখী হল ডিমের দাম। সাড়ে ৭ টাকায় বিক্রি হচ্ছে কলকাতায় ১ পিস ডিম। আর এতে পকেটে টান পড়ছে মধ্যবিত্ত ক্রেতাদের। বিভিন্ন পাইকারি বাজারে বস্তা পিছু জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৮৫০ টাকা করে। চন্দ্রমুখী বিকোচ্ছে ১০৫০ টাকায় বস্তা পিছু।

সূত্রের খবর, ইতিমধ্যেই পূর্ব বর্ধমানে ৫১ হাজার হেক্টরের বেশি জমিতে আলু চাষ করা হয়েছিল। কিন্তু, টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৬ হাজার হেক্টরের বেশি জমি। ফলে তৈরি হয়েছে আলুর বীজের আকাল। রাজ্যের প্রধানত হুগলি, হাওড়া ও বর্ধমানে আলু চাষ হয়। বেশিরভাগ চাষী ঋণ নিয়ে আলু চাষ শুরু করেছিলেন। কিন্তু, বৃষ্টিতে জমি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে মাথায় হাত পড়েছে আলু চাষিদের। আলু যে জমিগুলোতে বসানো হয়ে গেছে, সেই জমির আলু বীজ প্রায় সমস্তটাই নষ্ট হয়ে যাচ্ছে। আর যে জমিতে আলু এখনও বসানো হয়নি, সেখানে চাষ এক সপ্তাহেরও বেশি পিছিয়ে যাবে। ঘূর্ণিঝড় ‘‌মিগজাউমের’‌ জেরে রাজ্যে অকাল বৃষ্টি। তার জেরে জেলায় জেলায় আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। সেই কারণেই আগাম এই দাম বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।

আগামীকাল রবিবার বড় আলু দিয়ে পাতে মাংসের ঝোলের দিন। অথচ সেই দিনেই কিনা আলু কিনতে নাজেহাল মধ্যবিত্ত। বৃষ্টি শুরু হতেই আলুর প্যাকেটের পাইকারি দাম বেড়ে ৭৭০ থেকে ৮৫০ টাকায় ঘুরছে। নতুন আলু বাজারে না আসা পর্যন্ত দাম চড়বে, এমনটাই অনুমান।

কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে এই বিষয় নিয়ে নবান্নে বৈঠক করেছেন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, গত ১২ দিনের মধ্যেই যারা আলুর বীজ বপন করেছেন সেগুলি পচে যেতে পারে। তবে, বাকি ফসলের খুব বিশেষ ক্ষতি হয়নি। যদিও সমস্ত কৃষকরাই রাজ্য শস্য বিমার আওতায় রয়েছেন। সরকারের বিষয়টি নজরে আছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version