Gita Path: লক্ষ কণ্ঠে গীতাপাঠের প্রস্তুতি আজ থেকেই শুরু, কী কী হল ?

।। প্রথম কলকাতা ।।

Gita Path: আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে বসতে চলেছে লক্ষ্য কন্ঠে গীতাপাঠের আসর। সেদিন সকাল ৯টায় এই অনুষ্ঠান শুরু হবে ২০ হাজার ৮টি শঙ্খধ্বনিতে। যার প্রস্তুতি শুরু হয়ে গেল আজ থেকেই। সাধু-সন্ন্যাসীরা এদিন শোভাযাত্রা করেন। কুরুক্ষেত্র থেকে আনা মাটি মেশানো হয় গঙ্গার ঘাটে, এরপর গঙ্গাজল ও মাটি নিয়ে বাবুঘাট থেকে ব্রিগেড পর্যন্ত এই শোভাযাত্রা করা হয়। ব্রিগেডে ভূমি পুজোও করা হবে জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলনের পর। গতবার একসঙ্গে ৫ হাজার মানুষ গীতা পাঠ করেছিলেন। স্থান ছিল মায়াপুর। আর এবার, ব্রিগেডে হবে লক্ষ কন্ঠে গীতাপাঠ। অভিনব এই উদ্যোগ নিয়েছে, অখিল ভারতীয় সংসকৃত পরিষদ, সংস্কৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম। ।

উল্লেখ্য, বছর শেষ হলেই বেজে যাবে লোকসভা ভোটের দামামা। তার আগে বাংলায় হিন্দুত্বের আবেগকে তুঙ্গে তুলতে কোমর বেঁধেছে গেরুয়া শিবির। আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর বসিয়ে এর শুভসূচনা হতে চলেছে এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। ব্রিগেডের এই অনুষ্ঠানে হাজির করানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ব্রিগেডে লক্ষ কন্ঠে উচ্চারিত হবে গীতার শ্লোক। একসঙ্গে বাজানো হবে ২০ হাজারেরও বেশি শঙ্খ। সব মিলিয়ে উদ্যোক্তারা বদ্ধপরিকর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এই অনুষ্ঠানের নাম তুলতে।
বঙ্গে হাওয়া তুলতে যে ভালো মতই উদ্যোগী গেরুয়া শিবির তা ভালোই আভাস পাওয়া যাচ্ছে। আর এই নিয়ে তৃণমূলের নেতাদের মুখে কটাক্ষের সুর, তাঁদের কথায় , ‘বিজেপি ধর্ম টিকিয়ে রাখতে চায়। তবে গীতাপাঠ করে কিছু হবে না। আমরা পাণ্ডব, ওরা কৌরব।’

অনুষ্ঠানে আমন্ত্রিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। থাকছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, দেশের বিভিন্ন প্রান্তের সাধুসন্ত জন। ব্রিগেডে সেদিনের মূল অনুষ্ঠান গীতাপাঠ। গীতার ১৮টি অধ্যায়ের মধ্যে থেকে পাঁচটি অধ্যায় পাঠ করা হবে। প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়ে কিছু বলতে পারেন। তবে মূল আশীর্বাণী দেবেন দ্বারকা মঠের শংকরাচার্য।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version