Cyclone: তিনটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা? কোথায় -কবে আছড়ে পড়বে জানুন

।। প্রথম কলকাতা ।।

Cyclone:  একটি বা দুটি নয় জুন মাসেই ধেয়ে আসছে ৩ টি ঘূর্ণিঝড়। প্রচণ্ড গরমই কি বড় কোনও বিপদের সংকেত? বাংলা কি বিপর্যয়ের তালিকায় রয়েছে? ঘূর্ণির গতি হতে পারে ঘন্টায় ১০০ কিমি.! গরমে স্বস্তির সঙ্গে অপেক্ষা করছে কোন দুর্যোগ? তিনটি সাইক্লোন কবে আছড়ে পড়বে ? গরম থেকে সামান্য স্বস্তি ,বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কোন কোন জেলার ভাগ্য খুলবে? আগুন গরমে পুড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কিন্তু আপনি কি জানেন বঙ্গোপসাগর ও আরব সাগরে এই সময়ে তিন ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। আবহাওয়া দফতর কী বলছে জানুন।

ঘূর্ণিঝড় মোকা বাংলাদেশ-মায়ানমার উপকূলে তাণ্ডব চালানোর এক মাসেরও কম সময়ের মধ্যে আবারও বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণির পূর্বাভাস। একটি-দুটি নয় তিনটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছে বিশ্বের বিভিন্ন আবহাওয়া দফতর। প্রথম যে সাইক্লোন আসবে তার নাম হবে বিপর্যয় যা বাংলাদেশের দেওয়া নাম। এরপর তেজ, আরেকটি সাইক্লোন হামুন ইরানের দেওয়া নাম। মোকায় কান ঘেঁষে পশ্চিমবঙ্গ বেঁচে গিয়েছিল। আগামী এই তিনটে ঘূর্ণিঝড়ের তালিকায় কি বাংলা রয়েছে? দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পাঁচ থেকে সাত জুনের মধ্যে। তা সাইক্লোনের রূপ নিতে পারে ৪৮ ঘণ্টার মধ্যে। একইসঙ্গে বঙ্গোপসাগর ও আরব সাগরে কয়েকদিনের মধ্যে তিনটি সাইক্লোন তৈরি হতে পারে বলে দাবি আবহাওয়াবিদদের একাংশের।

মধ্য আরব সাগরে যেটা তৈরি হচ্ছে সেটির গতি সর্বোচ্চ ঘণ্টা প্রতি ১০০ কিলোমিটার অবধি হতে পারে বলে পূর্বাভাস মিলেছে। আর মুম্বইয়ের কাছাকাছি যেটা তৈরি হবে সেটি পরে চলে যাবে গুজরাটের দিকে। সেটার গতি ১০০ কিমি প্রতি ঘণ্টার চেয়েও বেশি হবার সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের বুকে আট তারিখ রাত থেকে সাইক্লোনে পরিণত হতে পারে। সেই ঝড় এই মুহূর্তে রয়েছে মায়ানমারও বাংলাদেশের উপকূলমুখী। মোকাও বাংলাদেশেই আঘাত হেনেছে। ফের আরেক বিপদের আশঙ্কা। সংবাদমাধ্যমে এমনই তথ্য দাবি করা হয়েছে।

এদিকে আলিপুর আবহাওয়া দফতর বলছে আগুন গরমে আরও কয়েকদিন পুড়তে চলেছে বাংলা। কলকাতায় ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১১টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। কলকাতায় শুক্রবার পর্যন্ত চরম অস্বস্তিকর আবহাওয়া। এরই মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম বাড়বে। তিন জেলায় তাপপ্রবাহ চলবে উত্তরবঙ্গে কিন্তু মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version