Vehicle Location Tracker : রাজ্যে বেসরকারি গাড়িতে VLTD বসানোর মেয়াদ বাড়ল, কেন এই পদক্ষেপ?

।। প্রথম কলকাতা ।।

Vehicle Location Tracker : নিরাপত্তার খাতিরে বাস মিনি বাস, অ্যাপ ক্যাব এবং ট্যাক্সি সহ সকল বেসরকারি পরিবহনে লোকেশন ট্র্যাকার ডিভাইস লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে। কিন্তু সেই নির্দেশিকা বর্তমানে কিছুটা শিথিল করা হয়েছে। বেসরকারি বিভিন্ন পরিবহন সংস্থার মালিকদের হাতে এসেছে আরও কিছুটা সময়। সূত্রের দাবি, উপযুক্ত পরিকাঠামো না থাকার কারণেই রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পথ দুর্ঘটনা কমাতে এবং পরিবহন ব্যবস্থাকে আরও সুরক্ষিত করার জন্য রাজ্যের সমস্ত বেসরকারি বাণিজ্যিক চার চাকা গাড়ি গুলিতে ভিএলটিডি বসানোর নির্দেশ দিয়েছিল পরিবহন দফতর। গত ১৪ নভেম্বর একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল ৩১ ডিসেম্বরের মধ্যেই সেই কাজ শেষ করতে হবে। কিন্তু পরবর্তীতে রাজ্য পরিবহন দফতরের তরফ থেকেই শেষ তারিখ ৩১ ডিসেম্বরের বদলে তা বাড়িয়ে করা হয় ২০২৩ সালের ৩১ মার্চ।

এই সময় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে যে পরিমাণে বেসরকারি বাণিজ্যিক চারচাকা গাড়ি রয়েছে সেগুলিতে লোকেশন ট্র্যাকার ডিভাইস লাগানোর জন্য পর্যাপ্ত পরিমাণে যন্ত্র মজুত নেই। যার কারণে সময়সীমা এতটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী সময়সীমা বাড়িয়ে দেওয়ার প্রসঙ্গে বলেন, ১৪ নভেম্বর এই ঘোষণা করার পর থেকেই পরিবহন দফতরের কাছে মেয়াদ বাড়ানোর জন্য আবেদন এসেছিল। তাই বিষয়টি পর্যালোচনা করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশকে মান্যতা না দেওয়ায় জরিমানা করা পরিবহন দফতরের লক্ষ্য নয় বরং নিরাপত্তা সুনিশ্চিত করাই তাদের লক্ষ্য।

এই প্রসঙ্গে বেসরকারি বাস মালিকদের সংগঠন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় এই সময়কে জানান, সরকারি নির্দেশ অবশ্যই তাঁরা মানতে বাধ্য। তবে প্রতিটি যন্ত্র পিছু খরচ হবে ১০ হাজার টাকা। সেক্ষেত্রে সময় দিতে হবে। অন্যদিকে অনলাইন ক্যাবচালকদের সংগঠনের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়ের কথায়, পরিবহন দফতরের তরফ থেকে জারি করা নির্দেশিকায় তাদের কাছে বেশ কিছু বিষয় স্পষ্ট নয়। তাই পরিবহন দফতরের কাছে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে সেই নির্দিষ্ট বিষয়গুলি।

উল্লেখ্য, বর্তমানে শুধুমাত্র শহর কলকাতায় অ্যাপ ক্যাব চলছে প্রায় সাত হাজার। ট্যাক্সি চলাচল করে তিন হাজারের কাছাকাছি। এছাড়াও সারা রাজ্যে বাস মিনিবাস লাক্সারি বাস স্কুলের বাস মিলিয়ে সংখ্যাটি প্রায় ৩৫ হাজারের ওপরে। এছাড়াও তালিকায় রয়েছে পণ্যবাহী ট্র্যাক । তাই বেসরকারি বাণিজ্যিক চারচাকা গাড়ি গুলিতে এই লোকেশন ট্র্যাকার ডিভাইস লাগানোর জন্য কয়েক হাজার যন্ত্রের প্রয়োজন হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version