Kolkata Metro: মেট্রোতে বসে টিভি দেখার সুযোগ, যাত্রীদের মনোরঞ্জনে থাকছে বিশেষ ব্যবস্থা

।। প্রথম কলকাতা।।

Kolkata Metro: মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে সবসময় যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়ে চিন্তা ভাবনা করা হয়েছে। তাদের যাত্রাপথ যাতে নিরাপদ হয় সেই ব্যবস্থা পূর্বেই করেছে মেট্রো কর্তৃপক্ষ (Metro Authority)। তবে এবার তাদের মনোরঞ্জনের বিষয়েও নজর দেওয়া হয়েছে। বর্তমানে মেট্রো স্টেশনে থাকা টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠানসহ সংক্ষিপ্ত সংবাদ দেখতে পান যাত্রীরা। এই পরিষেবা আরও একধাপ এগিয়ে এল। অর্থাৎ এবার থেকে চলন্ত মেট্রোতেই টিভি দেখার সুযোগ পেয়ে যাবেন মেট্রো যাত্রীরা। খুব শীঘ্রই এই ব্যবস্থা চালু হতে চলেছে উত্তর-দক্ষিণ মেট্রোর (North-South Metro) নতুন এসি রেকে।

এতদিন স্টেশনে যে টিভিটি (TV) থাকতো সেখানে সংক্ষিপ্ত খবরের ঝলক পাওয়া যেত। এছাড়াও কিছু কিছু বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পেতেন যাত্রীরা। পাশাপাশি কিছু সময় অন্তর অন্তর ভারতীয় রেল এবং মেট্রো পরিষেবা সংক্রান্ত একাধিক ঘোষণা করা হতো ওই টিভিতে। এবার সেই সুবিধাই থাকছে মেট্রোর কামরার ভেতরে । মেট্রো সূত্র পাওয়া খবর অনুযায়ী, এবার থেকে প্রত্যেকটি মেট্রোরেলে একটি করে লোকাল স্টোরেজ অ্যান্ড প্রসেসিং ডিভাইজ থাকবে। আর সেই যন্ত্রের সঙ্গে যুক্ত থাকবে এলইডি টিভিটি (LED TV) ।

যেহেতু টিভিটি ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড সার্ভারের সঙ্গে যুক্ত রাখা হবে তাই মেট্রোর যাত্রা পথে যেখানেই ইন্টারনেট পরিষেবা মিলবে সেখানেই টিভিতে চলা কনটেন্ট বদল করে দেওয়া হবে। এই কাজটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর করা হবে। আপাতত উত্তর-দক্ষিণ মেট্রোর মেধা সিরিজের ১৬টি নতুন এসি রেকে এই টিভি বসতে চলেছে। প্রত্যেকটি কামড়ায় দুটি করে ৩২ ইঞ্চি এলইডি টিভি থাকবে। আর এই টিভি সরবরাহকারী সংস্থার সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে মেট্রো কর্তৃপক্ষের। শুক্রবার পার্ক স্ট্রিটের মেট্রোভবনে এই চুক্তি স্বাক্ষর হয় বলে জানা যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version