রাশিয়ার যুদ্ধের খবরে কাঁপছে চীন! ভারতের ব্রহ্মসের বড় জয়, টেস্ট ড্রাইভ ইউক্রেনের মাটিতে

।। প্রথম কলকাতা ।।

রাশিয়া যুদ্ধে বড় জয় কিন্তু চীন ভয়ে কাঁপছে রীতিমত ভারতের ব্রহ্মস মিশাইল এ কী খেল দেখালো? এলএসিতে পিএলএ এবার সাবধান হয়ে যাক নয়ত ভুগতে হবে। ভারত পেল হাতেনাতে প্রমাণ এবার হবে অ্যাকশন। রাশিয়া ইউক্রেন একটা খবর আর ভারতীয় ডিফেন্সের বড় জয়। রাশিয়া ইউক্রেনের ওডেসায় এমন এক মিশাইল ছুঁড়ল যার ১০০ শতাংশ কিল রেট। এই মিশাইল কি ছিল ভারতের থেকে কেনা ব্রহ্মস? যুদ্ধের এই একটা আপডেট প্রত্যেকটা ভারতীয়র জন্য গুরুত্বপূর্ণ। কারণ এতেই রয়েছে বেজিংয়ের চাপা দীর্ঘশ্বাস।

মনে রাখবেন মহাভারতের ব্রহ্মাস্ত্র-র সঙ্গে ব্রহ্মসকে তুলনা করেছিলেন ভারতের তিন সেনার সর্বাধিনায়ক CDS জেনারেল অনিল চৌহান। মস্কোর এখন মেন টার্গেট ইউক্রেনের ওডেসা শহর। কারণ এই শহরে থাকা ওডেসা বন্দর দিয়েই বিশ্বের বিভিন্ন দেশে শস্য সাপ্লাই করত কিয়েভ কিন্তু খুব জলদি শেষ হতে চলেছে ইউক্রেনের সেই সুদিন। রিপোর্ট বলছে ইরানের শাহিদ 136 কামিকাজ ড্রোন ও কেএইচ-২২ মিশাইল দিয়ে লাগাতার ওডেসা শহরের ওপর হামলা করে পুতিনের বাহিনী, কিন্তু এখানেই শেষ নয় অনিক মিশাইল যাকে ইয়াকোন্ট অ্যান্টি শিপ মিশাইলও বলা হয়, সেটাতেই কার্যত কেঁপে ওঠে গোটা ইউক্রেন। আর এই খবর ভারতের জন্য এজন্যই বড় কারণ। ইয়াকোন্ট অ্যান্টি শিপ মিশাইলের ধাঁপে বানানো হয়েছে ব্রহ্মস। ৩০০০ কিমি পার ঘন্টায় লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম। এই মিশাইলের ১০০ শতাংশ কিলিং রেট। আর সেটাই জানানো হয়েছে রাশিয়ার সেনাবাহিনীর তরফ থেকে।

বিশেষজ্ঞরা বলছেন এর মানে চীনকে হুমকি দিয়ে। এতদিন ভারত যে দাবিটা করে আসছিল সেটায় কোনও মিথ্যে নেই। চীন না হোক ইউক্রেনের মাটিতে টেস্ট ড্রাইভ হয়ে গেল ব্রহ্মসের। ড্রাগনল্যান্ডকে ভারতের বায়ুসেনা প্রধান হুমকি দিয়েছিলেন উত্তর সীমান্তে অর্থাৎ এলএসিতে তিন বছর আগে তৈরি হওয়া পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ওই জমিতে আক্রমণ চালাতে ব্রহ্মস একটি অত্যন্ত উপযোগী অস্ত্র। সেটা ভারতীয় সেনার কাছে পরিষ্কার। রাশিয়ার সঙ্গে মিলে যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছিল ভারত৷ চীনের অন্দরে ইউক্রেনের খবর টেনশন যে বাড়ছে এবার তা পরিস্কার৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version